ড. মুহম্মদ শহীদুল্লাহ

ড. মুহম্মদ শহীদুল্লাহ

➡️ড. মুহম্মদ শহীদুল্লাহ কে ছিলেন?
👉একজন বহু ভাষাবিদ ও পণ্ডিত।

➡️ড. মুহম্মদ শহীদুল্লাহ এর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে?
👉গৌড় অপভ্রংশ থেকে। (তবে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, ‘মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে)

➡️বাংলা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থটি কে রচনা করেছেন?
👉ড. মুহম্মদ শহীদুল্লাহ

➡️বাংলা সাহিত্যর কথা’ গ্রন্থটি কে রচনা করেছেন?
👉ড. মুহম্মদ শহীদুল্লাহ

📒গবেষণামূলক গ্রন্থ:
➡️বাংলা ভাষার ইতিবৃত্ত,
➡️বাংলা সাহিত্যর কথা (দুই খণ্ডে রচিত),
➡️ভাষা ও সাহিত্য,
➡️’Buddhist Mystic Songs’,
➡️বাংলা ব্যাকরণ,
➡️বাংলাদেশের আম্বলিত ভাষার অভিধান

📒কিছু প্রশ্ন

➡️প্র : মুহম্মদ শহীদুল্লাহর জন্মতারিখ কত?
উ : ১০-৭-১৮৮৫

➡️প্র : তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উ: পেয়ারা, চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ।

➡️প্র : তিনি মূলত কি ছিলেন?
উ: ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক শিক্ষাবিদ।

➡️প্র : তাঁর গবেষণা কর্মগুলাে কি?
উ : সিদ্ধা কহ্নপার গীত ও দোহা,
বাংলা সাহিত্যের কথা,
বৌদ্ধ মর্মবাদী গান,
ভাষাতত্ত্ব ভাষা ও সাহিত্য,
বাংলা : ব্যাকরণ,
বাংলা ভাষার ইতিবৃত্ত।

➡️প্র : তাঁর রচিত প্রবন্ধ পুস্তকগুলাের নাম কি?
উ: ইকবাল (১৯৪৫),
আমাদের সমস্যা (১৯৪৯),
বাংলা আদব কি তারিখ (১৯৫৭),
Essays of Islam :Traditional culture in East Pakistan.

➡️প্র: তাঁর রচিত অনুবাদগ্রন্থগুলাে কি?
উ : দীওয়ানে হাফিজ (১৯৩৮),
অমিয় শতক (১৯৪০),
রুবাইয়াত ই ওমর খ্যায়াম (১৯৪২)।

প্র: শিশুতোষ গ্রন্থ :

উ:শেষ নবীর সন্ধানে,

ছোটদের রসূলুল্লাহ,

সেকালের রূপকথা।

➡️প্র : তিনি কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যােগ দেন?
উ : ১৯২১ সালের ২রা জুন।

➡️প্র: বাংলা একাডেমী প্রকাশিত কোন অভিধানের তিনি প্রধান সম্পাদক?
উ: বাংলা একাডেমী আঞ্চলিক ভাষার অভিধান।

➡️প্র : ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। —- পাকিস্তান আমলে এই উক্তি করেছিলেন কে?
উ : মুহম্মদ শহীদুল্লাহ।

➡️প্র : তাঁর সংকলিত ও সম্পাদিত গ্রন্থগুলাে কি?
উ : পদ্মাবতী (১৯৫০),
প্রাচীন ধর্মগ্রন্থে শেষ নবী (১৯৫২),
গল্প সংকলন,
দুই খণ্ডে প্রকাশিত আঞ্চলিক ভাষার অভিধান।

➡️প্র : তিনি কি কি পত্রিকা সম্পাদনা করেন?
উ: আঙুর (১৯২০),
দি পীস (১৯২৩).
বঙ্গভূমিক (১৯৩৭),
তকবীর (১৯৪৭)।

➡️প্র: বিবিসির জরিপকৃত সর্বকালের শ্েষ্ঠ বাঙালির তালিকায় তার স্থান কত?
উ : ষােড়শ ।

➡️প্র : তিনি কি কি সম্মানজনক পদ ও পদক লাভ করেন?
উ : প্রথম ইমেরিটাস প্রফেসর পদ (১৯৬৭),
প্রাইভ অব পারফরম্যান্স এবং নাইট তাব দি অর্ডারস অব আর্টস অ্যান্ড লেটার্স পদক।

➡️প্র: শেষজীবনে তিনি কি চর্চা করতেন?
উ : শেষজীবন শুরু হওয়ার আগেই, মধ্যজীবন থেকে তিনি ভাষাতত্ত্বচর্চা বাদ দিয়ে ইসলামচর্চা ও আত্মনিয়ােগ করেছিলেন। তা প্রসারে

➡️প্র : তিনি কত তারিখে মৃত্যুবরণ করেন?
উ : ১৩ই জুলাই, ১৯৬৯।
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক

Check Also

বিগত বছরগুলোতে আসা Correct Spelling

বিগত বছরগুলোতে আসা Correct Spelling 1) Mellifluous – সুমধুর/সুললিত [ BDBL – 2012 ] 2) …