জুনিয়র অডিটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – Junior Auditor Job circular 2022: Qualification for the Junior Auditor jobs circular written below this Post. Most of the government jobs, Bank jobs and Non govt job application completed by Online method. You can also know how to apply Junior Auditor job circular 2022.
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর-২৩,০০,০০০০,০২০.১১.০৪৬.২০-২০৭, তারিখ ১৫/০৭/২০২১ খ্রিঃ এর মাধ্যমে শূন্য পদ পূরণের ছাড়পত্র প্রাপ্তির পরিপ্রেক্ষিতে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) এর রাজস্ব খাতভূক্ত জাতীয় বেতন জেল ২০১৫ এর ১৬তম গ্রেডভুক্ত (টাকা ৯৩০০-২২৪৯০/-) নিম্নোক্ত স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নির্মিত পদের পাশে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা এবং নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত হবে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
জুনিয়র অডিটর পদে নিয়োগ ২০২২
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | উল্লেখিত জেলা |
প্রতিষ্ঠানের দাতা নাম | জুনিয়র অডিটর |
ওয়েবসাইট | http://www.cga.gov.bd |
পদ সংখ্যা | জুনিয়র অডিটর পদ |
খালি পদ | ৫৩ জন |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি (HSC) পাশ |
আবেদন শুরু তারিখ | ২০ ফেব্রুয়ারি, ২০২২ |
আবেদন শেষ তারিখ | ১৩ মার্চ, ২০২২ |
আবেদন প্রক্রিয়া | নীচে বিস্তারিত দেখুন |
আবেদন মাধ্যম | টেলিটক/অনলাইনে |
Junior Auditor Job Circular 2022
পদের নামঃ জুনিয়র অডিটর
খালি পদঃ ৫৩ জন।
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি (HSC) পাশ।
বেতন স্কেলঃ ৯,৩০০– ২২,৪৯০ টাকা।
আবেদন শুরু তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২২
আবেদন শেষ তারিখঃ ১৩ মার্চ, ২০২২
আবেদন প্রক্রিয়াঃ http://cga.teletalk.com.bd
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুনঃ
জুনিয়র অডিটর নিয়োগ বিজ্ঞপ্তি
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
আবেদনের তারিখ অর্থাৎ ২০/০২/২০২২ খ্রিঃ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা (i) সকল প্রার্থীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী যতীত) ক্ষেত্রে ১৮-৩০ বছর। (ii) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১৮-৩২ বছর। (iii) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে ১৮-৩০ বছর। (iv) বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার ০৪/১০/২০১৮ খ্রিঃ তারিখের পরিপত্র না
১৭.১১.০৭.১৮.২৭৮ এ বর্ণিত পদ্ধতি অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সরকারি, আযা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। অনুমতির কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
লিখিত চাকরিতে নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশের যে কোনো জায়গায় অবস্থিত ডিফেন্স ফাইন্যাপ ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণাধীন যে কোনো কার্যালয়ে পদস্থাপন করা হবে। পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
istration will be complete candidate can be able to download there admit card through Junior Auditor official website.To get Daily government and Non Govt job circular stay with our website and share our post to your time line. You can also able to contact with us on our. For Next Updates about Junior Auditor Jobs circular Vacancy Notice, Exam Result or Admit card Download stay with us. My Website or comment below for further information.