Breaking News

জহির রায়হান

জহির রায়হান

➡️জহির রায়হান বাংলাদেশের একজন সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার ও সাহিত্যিক।

➡️তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
➡️জহির রায়হান ১৯৭২ সালের ৩০ জানুয়ারি ঢাকার মিরপুরে নিখোঁজ হন।

📒উপন্যাস:
➡️আরেক ফাল্গুন (১৯৫২ সালের ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস। কিন্তু ভাষা আন্দোলনের উপর প্রথম নাটক হলাে মুনীর চৌধুরী কর্তৃক রচিত- কবর নাটক),

➡️হাজার বছর ধরে (এই উপন্যাসটির জন্য তিনি আদমজি সাহিত্য পুরস্কার লাভ করেন, ১৯৬৪),

➡️বরফ গলা নদী,

➡️শেষ বিকেলের মেয়ে,

➡️আর কত দিন,

➡️কয়েকটি মৃত্যু,

➡️তৃষ্ণা।

📒গল্পগ্রন্থ:
➡️সূর্যগ্রহণ (তাঁর প্রথম গল্পগ্রন্থ),

➡️সময়ের প্রয়ােজনে। (মুক্তিযুদ্ধভিত্তিক গল্পগ্রন্থ)।

📒গল্প: একুশের গল্প (১৯৫২ সালের ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম গল্প)

📒চলচ্চিত্র:
➡️কখনও আসেনি (জহির রায়হান কর্তৃক পরিচালিত প্রথম চলচ্চিত্র),

➡️সঙ্গম (বাংলাদেশ তথা পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র),

➡️জীবন থেকে নেয়া (১৯৫২ সালের ভাষা আন্দোলনের উপর নির্মিত প্রথম চলচ্চিত্র),

➡️Stop Genocide (পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার উপর নির্মিত প্রমাণ্যচিত্র),

➡️Let There Be Light (এটি তাঁর প্রথম ইংরেজি ভাষায় নির্মিত চলচ্চিত্র। কিন্তু ১৯৭১ সালে দেশে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কারণে তিনি তা শেষ করতে পারেন নি)।

কিছু প্রশ্ন 

➡️প্র: জহির রায়হানের জন্মসন কত?
উ : ১৯শে অগস্ট, ১৯৩৫।

➡️প্রশ্ন: তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উ: মজুপুর গ্রাম, ফেনি, নােয়াখালি ।

➡️প্র: জহির রায়হানের প্রকৃত নাম কি?
উ : মােহাম্মদ জহিরুল্লাহ।

➡️প্র : শহীদুল্লা কায়সারের রায়হানের সঙ্গে জহির সম্পর্ক কি?
উ: সহােদর ভ্রাতা ছিলেন।

➡️প্র : তিনি কোন আন্দোলনে সক্রিয়ভাবে
অংশগ্রহণ করেন?
উ : ১৯৫১ সালের রাষ্ট্রভাষা আন্দোলনে।

➡️প্র : তিনি কখন চলচ্চিত্র জগতে প্রবেশ করেন?
উ : ১৯৫৬-র শেষের দিকে ।

➡️প্র : তাঁর প্রথম পরিচালিত ছবি কোনটি?
উ : কখনাে আসে নি (১৯৬১)।

➡️প্র : তাঁর পরিচালিত অন্য ছবিগুলাে কি?
উ : সােনার কাজল (১৯৬২),
কাচের দেয়াল(১৯৬৩),
বাহানা (১৯৬৫),
বেহুলা (১৯৬৬),
আনােয়ারা (১৯৬৭),
সঙ্গম (১৯৬৪),
জীবন থেকে নেয়া (১৯৭০) ইত্যাদি

➡️প্র : তিনি বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার যে প্রামাণ্যচিত্র তৈরি করেছেন তার নাম কি?
উ : Stop Genocide.

➡️প্র: তিনি কত তারিখে মৃত্যুবরণ করেন?
উ : ১৯৭২-এর ৩০শে জানুয়ারি মিরপুরে নিখোঁজ হন। তাঁর মৃত্যু সম্পর্কে সঠিক তথ্য জানা যায় না।

➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক

Check Also

বিগত বছরগুলোতে আসা Correct Spelling

বিগত বছরগুলোতে আসা Correct Spelling 1) Mellifluous – সুমধুর/সুললিত [ BDBL – 2012 ] 2) …