সরকারি ছুটির তালিকা ২০২৪ ক্যালেন্ডার | ছুটির তালিকা ২০২৪

সরকারি ছুটির তালিকা ২০২৪ ক্যালেন্ডার  ছুটির তালিকা ২০২৪ সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ২০২৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশের সকল সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাসমূহে নিম্নবর্ণিত ছুটি পালন করা হবে।

একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট ০৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যেতে পারে এবং প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ০৩(তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।

সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে। যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

ক্যালেন্ডার ২০২৪সরকারি ছুটির তালিকা ২০২৪ ক্যালেন্ডার pdf
সাধারণ ছুটির দিন১৪ দিন
নির্বাহী আদেশে সরকারি ছুটি০৮ দিন
ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)০৫ দিন
ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)০৯ দিন
ঐচ্ছিক ছুটি (খ্রিষ্টান পর্ব)০৮ দিন
ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)০৫ দিন
ঐচ্ছিক ছুটি (পার্বত্য চট্রগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী০২ দিন

সরকারি ছুটির তালিকা ২০২৪ ক্যালেন্ডার (সাধারণ ছুটি)

তারিখ ও বারপর্বের নামছুটির দিন
২১ ফেব্রুয়ারী, ২০২৪ (বুধবার)আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস।০১ দিন
১৭ মার্চ , ২০২৪ (রবিবার)জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন।০১ দিন
২৬ মার্চ , ২০২৪ (মঙ্গলবার)স্বাধীনতা ও জাতীয় দিবস।০১ দিন
০৫ এপ্রিল , ২০২৪ (শুক্রবার)জুমাতুল বিদা০১ দিন
১১ এপ্রিল, ২০২৪ (বৃহস্পতিবার)ঈদ-উল-ফিতর০১ দিন
০১ মে , ২০২৪ (বুধবার)মে দিবস০১ দিন
২২ মে, ২০২৪ (বুধবার)বুদ্ধ পুর্ণিমা (বৈশাখি পূর্ণিমা)০১ দিন
১৭ জুন, ২০২৪ (সোমবার)ঈদুল আযহা০১ দিন
১৫ আগস্ট, ২০২৪ (বৃহস্পতিবার) জাতীয় শোক দিবস০১ দিন
২৬ আগস্ট, ২০২৪ (সোমবার)শুভ জন্মাষ্টমী০১ দিন
১৬ সেপ্টেম্বর, ২০২৪ (সোমবার)ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)০১ দিন
১৩ অক্টোবর, ২০২৪ (রবিবার)দুর্গাপূজা (বিজয়া দশমী)০১ দিন
১৬ ডিসেম্বর, ২০২৪ (সোমবার)বিজয় দিবস০১ দিন
২৫ ডিসেম্বর, ২০২৪ (বুধবার)যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)০১ দিন

নির্বাহী আদেশে সরকারি ছুটি ২০২৪

তারিখ ও বারপর্বের নামছুটির দিন
২৬ ফেব্রুয়ারি, ২০২৪ (সোমবার)শব-ই-বরাত০১ দিন
০৭ এপ্রিল, ২০২৪ (রবিবার)নববর্ষ০১ দিন
১৯ এপ্রিল, ২০২৪ (বুধবার)শব-ই-ক্বদর০১ দিন
১০ এপ্রিল ও ১২ এপ্রিল, ২০২৪ ( বুধবার ও শুক্রবার)ঈদ-উল-ফিতরের ঈদের পূর্বের ও পরের দিন০২ দিন
১৬ জুন ও ১৮ জুন , ২০২৪ (রবিবার ও মঙ্গলবার)ঈদ-উল-আজহার পূর্বের ও পদের দিন০২ দিন
১৭ জুলাই, ২০২৪ (বুধবার)আশুরা০১ দিন

ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)

তারিখ ও বারপর্বের নামছুটির দিন
০৯ ফেব্রুয়ারি, ২০২৪ (শুক্রবার)শব-ই-মেরাজ০১ দিন
১৩ এপ্রিল, ২০২৪ (শনিবার)ঈদ-উল-ফিতর (ঈদের পরের দ্বিতীয় দিন)০১ দিন
১৯ জুন, ২০২৪ (বুধবার)ঈদ-উল-আযহা (ঈদের পরের দ্বিতীয় দিন)০১ দিন
০৪ সেপ্টেম্বর (বুধবার)আখেরি চাহার সোম্বা০১ দিন
১৫ অক্টোবর (মঙ্গলবার)ফাতেহা-ই-ইয়াজদাহম০১ দিন

ঐচ্ছিক ছুটি (বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমূহের অনুরূপ উৎসব)

তারিখ ও বারপর্বের নামছুটির দিন
১২ এপ্রিল ও ১৫ এপ্রিল ২০২৪, (শুক্রবার ও সোমবার)

ঐচ্ছিক ছুটি (বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমূহের অনুরূপ উৎসব)

০২ দিন

সরকারি ছুটির তালিকা ২০২৪ ক্যালেন্ডার

সরকারি ছুটির তালিকা ২০২৪

সরকারি ছুটির তালিকা ২০২৪

সরকারি ছুটির তালিকা ২০২৪

একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট ০৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যেতে পারে এবং প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ০৩(তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে।

যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

Check Also

Secretariat

Bangladesh Secretariat Job Circular 2024

Bangladesh Secretariat Job Circular 2024 Publication of Bangladesh Secretariat recruitment circular. Applications are being invited …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.