Breaking News

এশিয়া মহাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন – ৪

এশিয়া মহাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন – ৪

প্রশ্ন : বিশ্বের একমাত্র কোন দেশের রাজা/সুলতান ভােটের মাধ্যমে নির্বাচিত হন?

উত্তরঃ মালয়েশিয়ার সুলতান/রাজা।

প্রশ্ন: মালয়েশিয়ার ইতিহাসে প্রথম পদত্যাগকারী/৫ বছরের ক্ষমতার অপূর্ণ ভােগকারী সুলতান/রাজা কে?

উত্তরঃ সুলতান ৫ম মুহাম্মদ। তিনি এক রুশ সুন্দরীকে বিয়ে করার কারণে সিংহাসন থেকে পদত্যাগ করেন। তিনি ছিলেন মালয়েশিয়ার ১৫তম রাজা/সুলতান।

প্রশ্ন : মালয়েশিয়ার রাজধানীর নাম কী?

উত্তরঃ কুয়ালালামপুর।

প্রশ্ন : মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কী?

উত্তরঃ পুত্রজায়া।

প্রশ্ন: ভৌগােলিকভাবে মালদ্বীপের অবস্থান কোথায়?

উত্তর: দক্ষিণ এশিয়ায়।

প্রশ্ন: মালদ্বীপ কোন সাগরে অবস্থিত?

উত্তর: ভারত মহাসাগরে।

প্রশ্ন: মালদ্বীপের মুদ্রার নাম কী?

উত্তর: রুপাইয়া।

প্রশ্ন: মালদ্বীপের রাজধানী নাম কী?

উত্তর: মালে।

প্রশ্ন: মালদ্বীপের বৃহত্তম শহরের নাম কী?

উত্তর: মালে।

প্রশ্ন: মালদ্বীপের সরকারি ভাষার নাম কী?

উত্তর: ধিবেহি।

প্রশ্ন: মালদ্বীপের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?

উত্তর: ৫ বছর।

প্রশ্ন: মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: ইব্রাহিম মােহাম্মদ সালিহ।

প্রশ্ন: সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই?

উত্তর: মালদ্বীপ।

প্রশ্ন: সার্কভুক্ত কোন দেশের শিক্ষার হার সবচেয়ে বেশি?

উত্তর: মালদ্বীপের।

প্রশ্ন: সার্কভুক্ত কোন দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি?

উত্তর: মালদ্বীপের।
(সার্কভুক্ত দেশের মধ্যে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ হলাে- শ্রীলংকা।)

প্রশ্ন: সার্কভুক্ত কোন দেশের স্থায়ী সেনাবাহিনী নেই?

উত্তর: মালদ্বীপের ।

প্রশ্ন: আয়তনে ও জনসংখ্যায় এশিয়ায় সবচেয়ে ছােট দেশ কোনটি?

উত্তর: মালদ্বীপ।

প্রশ্ন: আয়তনে ও জনসংখ্যায় মুসলিম বিশ্বের সবচেয়ে ছােট দেশ কোনটি?

উত্তর: মালদ্বীপ।

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে নিচু দেশ কোনটি?

উত্তর: মালদ্বীপ।

প্রশ্ন: বিশ্বের কোন দেশ প্রথম পানির নিচে মন্ত্রিসভার বৈঠক করে?

উত্তর: বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০০৯ সালে মালদ্বীপের মন্ত্রিসভা পানির নিচে বৈঠক করে।

প্রশ্নঃ জাপানের প্রাচীন নাম কী?

উত্তরঃ নিপ্পন।

প্রশ্ন : জাপানি ভাষায় জাপানকে কী নামে অভিহিত করা হয়?

উত্তরঃ নিপ্পন। ‘নিপ্পন’ শব্দের অর্থ ‘সূর্যের উৎস’।

প্রশ্নঃ জাপান কোরিয়া দখল করেছিল কবে?

উত্তরঃ ১৯১০ সালে।

প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত দক্ষিণ কোরিয়া কার অধীনে ছিল?

উত্তরঃ জাপানের অধীনে।

প্রশ্নঃ জাপানের সম্রাটদের উপাধি কী ছিল?

উত্তরঃ মিকার্ডো
(আর রাশিয়ার সম্রাটদের উপাধি ছিল- জার;
জার্মানির সম্রাটদের উপাধি ছিল- কাইজার।)

প্রশ্নঃ জাপানের বর্তমান ও নতুন সম্রাটের নাম কী?

উত্তরঃ সম্রাট নারুহিতাে।
( তিনি জাপানের ১২৬ তম সম্রাট।)

প্রশ্নঃ জাপানের জাতীয় প্রতীক কী?

উত্তরঃ ক্রিসেনথিয়াম তথা চন্দ্রমল্লিকা

প্রশ্নঃ প্রাচ্যের দেশগুলাের মধ্যে কোন দেশে সর্বপ্রথম সূর্য উদিত হয়?

উত্তরঃ জাপানে।

প্রশ্নঃ ‘সূযােদয়ের দেশ বলা হয় কাকে?

উত্তরঃ জাপানকে
( ‘নিশিথ সূর্যোদয়ের দেশ বলা হয়- নরওয়েকে।)

প্রশ্নঃ ‘ভূমিকম্পের দেশ’ বলা হয় কাকে?

উত্তরঃ জাপানকে।

প্রশ্নঃ ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাত কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত?

উত্তরঃ জাপানের।

প্রশ্নঃ জাপানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তরঃ ফুজিয়ামা।

প্রশ্নঃ লােকসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর কোনটি?

উত্তরঃ জাপানের টোকিও শহর।

প্রশ্নঃ কিয়ােটা কোন দেশের প্রাচীন শহর?

উত্তরঃ জাপানের একটি প্রাচীন শহর। এই শহরে ১৯৯৭ সালে ‘কিয়েটো প্রােটোকল’ নামে একটি জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রশ্নঃ প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় কোন দেশকে?

উত্তরঃ জাপানকে।

প্রশ্ন : কোন শহর প্রাচ্যের ম্যানচেস্টার হিসেবে খ্যাত?

উত্তরঃ জাপানের ওসাকা শহর।

প্রশ্নঃ ওসাকাকে জাপানের ম্যানচেস্টার বলা হয় কেন?

উত্তরঃ জাপানের বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্র হিসেবে |

প্রশ্ন : জাপানের বৃহত্তম দ্বীপ কোনটি?

উত্তরঃ হনসু দ্বীপ।

প্রশ্নঃ কোন প্রণালি জাপান থেকে দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে?

উত্তরঃ কোরিয়া প্রণালি ।

প্রশ্নঃ কুড়িল দ্বীপপুঞ্জ নিয়ে বিরােধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে?

উত্তরঃ রাশিয়া ও জাপানের মধ্যে। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া জাপানের নিকট হতে দ্বীপটি দখল করে নেয়।

প্রশ্নঃ সেনকাকু দ্বীপ নিয়ে বিরােধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে?

উত্তরঃ চীন ও জাপানের মধ্যে। এটি পূর্ব চীন সাগরে অবস্থিত। চীনে এটি ‘দিয়াওয়াউ নামে পরিচিত।

প্রশ্ন : বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘শান্তি সংবিধান বলা হয়?

উত্তরঃ জাপান।

প্রশ্নঃ জাপানের বর্তমান সংবিধান গৃহীত হয় কবে?

উত্তরঃ ১৯৪৬ সালে এবং কার্যকর করা হয় ১৯৪৭ সালে।

প্রশ্নঃ জাপানের সরকারি সংবাদ সংস্থার নাম কী?

উত্তরঃ কাইডাে (Kyodo)।

প্রশ্নঃ ‘Corner Stone of Pace স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত?

উত্তরঃ ওকিনিওয়া, জাপান
( কিন্তু ‘Statue of Peace অবস্থিত- নাগাসাকি, জাপান।)

প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কবে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে?

উত্তরঃ ১৯৪১ সালের ৭ ডিসেম্বর।

প্রশ্ন : কোন দেশে প্রথম আণবিক/পারমাণবিক বােমা ফেলা হয়?

উত্তরঃ জাপানে।

প্রশ্ন: জাপানের হিরােশিমাতে পারমাণবিক বােমা ফেলা হয় কবে?

উত্তরঃ ১৯৪৫ সালের ৬ আগস্ট।

প্রশ্ন: জাপানের নাগাসাকিতে পারমাণবিক বােমা ফেলা হয় কবে?

উত্তরঃ ১৯৪৫ সালের ৯ আগস্ট

প্রশ্ন: জাপানের হিরােশিমাতে যে পারমাণবিক বােমা ফেলা হয় তার নাম কী ছিল?

উত্তরঃ লিটল বয়।

প্রশ্ন: জাপানের নাগাসাকিতে যে পারমাণবিক বােমা ফেলা হয় তার নাম কী ছিল?

উত্তরঃ ফ্যাটম্যান

প্রশ্ন: জাপানের পার্লামেন্টের নাম কী?

উত্তরঃ ডায়েট
( ইসরাইলের পার্লামেন্টের নাম হলাে- নেসেট)।

প্রশ্ন : বিশ্বের প্রথম এভারেস্ট বিজয়ী নারী কে?

উত্তর: জাপানের জুনাকো তাবেই। তিনি ১৯৭৫ সালে বিশ্বের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন।
( এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী- নিশাত মজুমদার। তিনি ২০১২ সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয়। কিন্তু বাংলাদেশের হয়ে প্রথম এভারেস্ট জয় করেন (পুরুষ)- মুসা ইব্রাহীম। তিনি ২০১০ সালে প্রথম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন।
তবে বিশ্বের প্রথম এভারেস্ট বিজয়ী হলেন নিউজিল্যান্ডের এডমুন্ড হিলারি ও নেপালের তেনজিং নােরগে। তারা যৌথভাবে ১৯৫৩ সালে বিশ্বের প্রথম মানুষ হিসেবে এভারেস্ট জয় করেন।)

প্রশ্ন: জাপানের মুদ্রার নাম কী?

উত্তরঃ ইয়েন।

( চীনের মুদ্রার নাম ‘ইউয়ান কিন্তু জাপানের মুদ্রার নাম ইয়েন’; আবার দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া উভয় দেশের মুদ্রার নাম “উন।)

প্রশ্নঃ কোন আন্তর্জাতিক সংস্থা গঠনে জাপান প্রধান ভূমিকা পালন করে?

উত্তরঃ WTO (বিশ্ব বাণিজ্য সংস্থা)।

প্রশ্ন : G-8 (Group-8)- (বর্তমানে: G- 7) এর একমাত্র এশীয় দেশ কোনটি?

উত্তরঃ জাপান।

প্রশ্ন: ভৌগােলিকভাবে ভুটানের অবস্থান কোথায়?

উত্তর: দক্ষিণ এশিয়ায়।

প্রশ্ন: ভুটানের রাজধানী নাম কী?

উত্তর: থিম্পু।

প্রশ্ন: ভুটানের মুদ্রার নাম কী?

উত্তর: গুলট্রাম।

প্রশ্ন: ভুটানের রাষ্ট্রীয় ভাষার নাম কী?

উত্তর: দোজংখা।

প্রশ্ন: দক্ষিণ এশিয়ার একমাত্র ক্ষমতাধর রাজা কে?

উত্তর: ভুটানের রাজা।

প্রশ্ন: ভুটানে বর্তমানে কোন ধরনের শাসন ব্যবস্থা চালু আছে?

উত্তর: সাংবিধানিক রাজতন্ত্র।

প্রশ্ন: ভুটান নিরঙ্কুশ রাজতন্ত্র থেকে সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয় কবে?

উত্তর: ২০০৮ সালে।

প্রশ্ন: ভুটানের ইতিহাসে প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কোন সালে?

উত্তর: ২০০৮ সালে।

প্রশ্নঃ গণতান্ত্রিকভাবে নির্বাচিত ভুটানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর: জিগমে ওয়াই থিনলে ।

প্রশ্ন: ভুটানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর: লােটে শেরিং।
( তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র ছিলেন)

প্রশ্ন: ভুটানের বর্তমান রাজার নাম কী?

উত্তর: জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক।

প্রশ্ন: ভুটানের সেনাবাহিনীর নাম নেই?

উত্তর: রয়েল ভুটান আর্মি।

প্রশ্ন: ভুটানের কোন বাহিনী নেই?

উত্তর: নৌবাহিনী। (কারণ ভুটান স্থলবেষ্টিত রাষ্ট্র)

প্রশ্ন: বজ্রপাতের দেশ বলা হয় কোনটিকে?

উত্তর: ভুটানকে।

প্রশ্ন: ‘গর্জনশীল ড্রাগনের দেশ বলা হয় কোনটিকে?

উত্তর: ভুটানকে।

প্রশ্ন: বজ্র ড্রাগনের দেশ বা ‘The Land of the Thunder Dragon হিসেবে পরিচিত কোন দেশ?

উত্তর: ভুটান।
( ‘পঞ্চম ড্রাগনের দেশ বা The Land of Fift Dragon দেশ হিসেবে পরিচিত- তাইওয়ানকে।)

প্রশ্ন: বিশ্বের কোন দেশটি মােট জাতীয় সুখ’ বা Gross National Happiness (GNH)-কে অর্থনৈতির উন্নয়নের মানাদণ্ড হিসেবে গ্রহণ করেছে?

উত্তর: ভুটান।

প্রশ্ন:বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি?

উত্তর: ভুটান।

প্রশ্ন: ভৌগােলিকভাবে নেপালের অবস্থান কোথায়?

উত্তর: দক্ষিণ এশিয়ায়।

প্রশ্ন: নেপালের রাজধানী নাম কী?

উত্তর: কাঠমান্ডু।

প্রশ্ন: নেপালের রাষ্ট্রীয় ভাষার নাম কী?

উত্তর: নেপালি
( নেপালের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ভাষা হলো
মৈথিলি’ ভাষা) ।

প্রশ্ন: নেপালের মুদ্রার নাম কী?

উত্তর: রুপি
(ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও মরিশাসের মুদ্রার নাম রুপি; আবার ইন্দোনেশিয়ার মুদ্রার নাম ‘রুপিয়া ও মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া)

প্রশ্নঃ নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন?

উত্তরঃ জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব (সংক্ষেপে- রাজা জ্ঞানেন্দ্র)।

প্রশ্নঃ বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল কোন দেশ?

উত্তর: নেপাল।
(১৯৬২ সালে নেপালের সংবিধানে নেপালকে হিন্দু রাষ্ট্র ঘােষণা করা হয়েছিল ।)

প্রশ্নঃ বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল কখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়?

উত্তরঃ ২০০৬ সালে।

প্রশ্নঃ নেপালের ২৪০ বছরের রাজতন্ত্রের বিলােপ হয় কবে?

উত্তরঃ ২০০৮ সালে।
(নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল- ১৭৬৮ সালে রাজা প্রিথভি নারায়ণ শাহ কর্তৃক)

প্রশ্নঃ নেপালের প্রথম নির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?

উত্তরঃ ডা. রামবরণ যাদব।

প্রশ্নঃ গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেপালের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তরঃ পুষ্প কমল দাহাল প্রচন্ড।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

জাতিপুঞ্জ

জাতিপুঞ্জ জাতিপুঞ্জঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সরকার যুক্তরাষ্টের তৎকালীন রাষ্ট্রপতি উড্রো উইলসন (Woodrow Wilson) কে …