ঈদের সেরা এসএমএস

ঈদের এস এম এস ২০২৪ | eid sms new bangla 2024

ঈদের এস এম এস ২০২৪ আপনারা যারা ঈদের শুভেচ্ছা বার্তা কবিতা স্ট্যাটাস আপন ভাই বন্ধু আত্মিয় স্বজনের কাছে ঈদের কবিতা ছন্দ smsঈদ মোবারক এস এম এস ২০২৪

সালে পাঠাতে চান,যে সমস্ত ভাই ও বোনেরা ঈদের শুভেচ্ছা কিভাবে জানবো চিন্তা করছেন তাদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরণের ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা,

ঈদের সেরা এসএমএস ২০২৪

এছাড়া ঈদের শুভেচ্ছা বার্তা কবিতা স্ট্যাটাস,যেমন- ঈদের শুভেচ্ছা বন্ধুকে, প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা, করোনায় ঈদের শুভেচ্ছা বাণী, প্রবাসী ঈদ এস এম এস এর মধ্যে দিয়ে ঈদ মোবারক জানানোর বিপুল সম্ভার নিয়ে এসে হাজির হয়েছি আপনাদের জন্যে।

আপনারা এই সমস্ত ঈদের শুভেচ্ছা বার্তা কবিতা স্ট্যাটাস গুলো কপি করে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন।

eid sms bangla 2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলা ঈদ মোবারক এসএমএস ২০২৪

ঈদ মোবারাক এস এম এস

০১। “”নীল আকাশে ঈদ এর চাঁদ ঈদের আগে চাঁদনী রাত, ঈদ হলো খুশীর দিন দাওয়াত রইলো ঈদের দিন, ভালো থেকো সীমাহীন, ঈদের দিনটা তোমার হোক রঙিন, ****ঈদ মোবারাক****

০২। রাতের অবসান হলে এস তুমি খুশির দিনে ঘড়ির কাঁটায় প্রহর গুনে বসে আছি নির্জনে ক্ষীর সিমুই আর মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানায় সালাম দিয়ে। **সকলকে সালাম মালাইকুম ঈদ মোবারক**। 

ঈদের এসএমএস বাংলা

৩। রমজান প্রায় শেষ,অপেক্ষার আর কয়েকটা দিন বছর ঘুরে আসছে যে আবার কচি কাচারা আনন্দে নাচবে আবার এলো খুশির দিন। ***সকলকে ঈদ মোবারক***। 

০৪। চাঁদ মামার উঁকি দেখে কচি-কাচারা বলবে মাকে আসছে শুভদিন নতুন সাজে সাজব আমরা নাচব তা-ধিন-ধিন এলোরে এলো খুশির দিন। সকলকে —– ঈদ মোবারাক ——। 

০৫। ঈদের দাওয়াত দিলাম বন্ধু তোমারে, আসবে আমার বাড়িতে , অনেক কথা জমে আছে বলে , বলবো তোমায় আমি, না আসলে তোমার সাথে বলবো না আর কথা, কোন দিন পাবে না তুমি আমার দেখা ।

ঈদ এস এম এস

০৬। মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি ১ দিন, আসবে সবার খুশীর দিন, কাপর চোপড় কিনে নিন, গরিব দুঃখীর খবর নিন, দাওয়াত রইলো ইদের দিন । **** ঈদ মোবারাক ****

eid sms new bangla 202৪

০৭। নতুন চাঁদের আগমনে, সাড়া জাগলো এ মনে, ঈদ এলো পবিত্র দিনে, দুঃখ বেদনা ভুলে গিয়ে, এনজয় করো ঈদের দিনে , দাওয়াত দিলাম তোমার তরে,

পারলে এসো আমার ঘরে, ঈদ মোবারাক আকাশে উঠেছে নতুন চাঁদ, দিলাম তোমায় ঈদের দাওয়াত, দাওয়াত দিলাম আসবে বলে, না আসলে আনবো ধরে, তাতেও যদি না আসতে চাও, এসএমএস দিয়ে ঈদ মোবারাক জানাও ।

করোনায় ঈদের শুভেচ্ছা বাণী

করোনা মহামারীর কালে আমরা আজকাল আমাদের প্রিয়জনদের সঙ্গে খুব একটা দেখা সাক্ষাৎ করে উঠতে পারিনা।

তাই করোনা মহামারীতে আপনাদের প্রিয় জনদের সাথে ঈদ মোবারক জানানোর জন্য করোনায় ঈদের শুভেচ্ছা বাণী দেওয়া হল।

ঈদের কবিতা এসএমএস

০১। ঈদের হাওয়া লাগুক প্রানে, মন ভরে যাক নতুন গানে , ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া, ঈদে হোক সবকিছু পাওয়া । ^^^^^ঈদ মোবারাক^^^^^

০২। রং লেগেছে মনে, মধুর এই ক্ষনে, তোমায় আমি রাঙিয়ে দিবো ঈদের এই রঙীন দিনে । +++++((ঈদ মোবারাক))+++++++

কবিতা এসএমএস

০৩। ঈদের এই খুশীর দিনে, তোমায় পড়ে গো মনে, তুমি কাছে এলে দুঃখ যাই সব ভুলে, তুমি দূরে গেলে কষ্ট গুলো অনেক বাড়ে , তাইতো তোমায় রেখেছি আমার মনের একটি কোনে । {{{ঈদ মোবারাক}}}

০৪। ঈদ মানে পূন্য তিথী ঈদ মানে আনন্দ আশা ঈদ মানে ভালোবাসা ঈদ মানে মিষ্টি মুখ ঈদ মানে চাঁদ পানে চেয়ে দেখার সুখ। সকলকে {{{ঈদ মোবারাক}}}

০৫। পড়েছে আজ চাঁদের নজর, তাইতো পেলাম ঈদের খবর, হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ, সবাই পেলো ঈদের বাতাস, সবাইকে ঈদের শুভেচ্ছা ।৷ —– ঈদ মোবারাক ——

ঈদের কবিতা এস এম এস

০৬। ঈদ এলো, বৃষ্টি এলো, খুশীর দ্বার মুক্ত হলো, ঈদের এখন নতুন রূপ, বৃষ্টি হলো অপরুপ, তুমি আমার আপনজন, তাই তোমায় জানাই নিমন্ত্রন । ___ঈদ মোবারাক___

০৭। সোনালি সকাল, রোদেলা দুপুর পড়ন্ত বিকেল, গোধূলি সন্ধ্যা চাঁদনী রাত, সব রঙ্গে রাঙ্গিয়ে যাক- তোমার সারাটা বছর, এই কামনায় জানাই- <<< ঈদ মোবারাক >>>

০৮। বাবা তুমি কেমন আছো যেখানে আছো ভালো থেকো আমার থেকে সালাম নিয়ো আজকে খুশির দিন।***** ঈদ মোবারক বাবা******। 

ঈদের কবিতা মেসেজ

০৯। রংধনু আসে রঙের টানে সুবাস আসে ফুলের টানে বন্ধু আসে বন্ধুত্তের টানে মন চলে যায় মনের টানে ঈদ আসে খুশীর টানে ((( ঈদ মোবারাক )))

১০। ঈদ মানে খুসি, ঈদ মানে আনন্দ, ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব, ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়, ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময় । *** ঈদ মোবারাক ****

ঈদের কবিতা ছন্দ sms

০১। নামাজ পড় রোজা রাখ অসৎ চিন্তা যাও ভুলে বর্ষশেষে এসেছে ফিরে খুশির যে ঈদ নতুন ছন্দ তাল মিলে। সকলকে **ঈদ মোবারক**। 

০২। আজ আমার প্রাণের খুশিতে জ্বেলে যায় প্রদীপ শিখাতে হাজার তারার মাঝে আলো এলোরে এলোরে ঈদ বুঝি এলো। ** ঈদ মোবারক **। 

০৩। হে তুমি আল্লার বান্দা মিছে করো কেন ধান্দা পড়োনা তুমি সময়ের ফাঁন্দে নামাজ রোজা রেখো ছন্দে জীবন তবে কাটবে আনন্দে। সকলকে ঈদের শুভেচ্ছা। 

ঈদের কবিতা ছন্দ মেসেজ

০৪। কোরোনাকো কখনো ভুল দীনের কাজে হও তুমি মশগুল নামাজে শরিক হও আল্লাতালার স্মরণ লও। সকলকে ঈদের শুভেচ্ছা।

০৫। দিন হোক সবার শুভ কাটুক সময় আনন্দে খুশীর ঈদ এলোরে আজ পড়েছি তাই নতুন সাজ সিমুই খেয়ে মিষ্টি মুখে ঈদের শুভেচ্ছা নাও হাঁসি মুখে। **সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন**। 

আরো HD Photo দেখুন: ঈদ মোবারক ছবি পিকচার ওয়ালপেপার কালেকশন ক্লিক বিস্তারিত দেখুন

ঈদ মোবারক পিকচার

ঈদের পিকচার

ঈদের স্ট্যাটাস

ঈদ মোবারক স্ট্যাটাস

Check Also

পাকিস্তান আজ বলছে “তুমি কে? আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ।” এর চেয়ে সম্মানের আর কি হতে পারে?

পাকিস্তান আজ বলছে “তুমি কে? আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ।” এর চেয়ে সম্মানের আর কি হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.