ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১

ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমােলজি পরিচালিত চার বছর মেয়াদী “Bachelor of Science in Optometry” (B.Optom) কোর্সে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত শ্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১

১) ভর্তির যােগ্যতা:
বাংলাদেশের যে কোন শিক্ষা বাের্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে ২০১৭ বা ২০১৮ সালের মাধ্যমিক বা সমমান পরীক্ষা এবং ২০১৯ বা ২০২০ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

• মাধ্যমিক বা সমমান পরীক্ষায় এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় অবশ্যই পদার্থ বিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে।

• মাধ্যমিক বা সমমান পরীক্ষায় এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ মােট ৮.০০ পয়েন্ট থাকতে হবে। তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০ পয়েন্ট এর কম হলে আবেদনের যােগ্য হবে না।

• যােগ্য প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভর্তি কমিটির মাধ্যমে ১ ঘন্টার ১০০ নম্বরের লিখিত এমসিকিউ (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় ৬০ নম্বর প্রাপ্তরা উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে। তবে ভুল উত্তরের জন্য, কোন নম্বর কর্তন হবে না।

• কমপক্ষে ৬০ নম্বর প্রাপ্ত উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ সাথে ১৫ দিয়ে গুন এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ সাথে ২৫ দিয়ে গুন করে মােট ৩০০ নম্বর বিবেচনা করে চূড়ান্ত মেধাতালিকায় স্থান পাওয়া প্রার্থীদের ভর্তির জন্য যােগ্য বলে বিবেচিত হবে।

• গরীব ও মেধারী কোটার দাবিদার হলে online আবেদন ফরমে Quota অপশনে ক্লিক করতে হবে।

২) আবেদন ফি জমাদানের মাধ্যম:
অফেরতযােগ্য আবেদন ফি ১০০०/= (এক হাজার) টাকা “ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমােলজি” (Institute of Community Ophthalmology) অনুকূলে একাউন্ট নাম্বার: ৩১০২৪৭৪৩৩৭০০১ সিটি ব্যাংক লিঃ (The City Bank Ltd.) এর যে কোন শাখায় জমা দিয়ে জমাকৃত ব্যাংক ডিপােসিট স্লিপটি সংরক্ষণ করতে হবে যা পরবর্তী অনলাইন আবেদন ফরমে স্ক্যান করে আপলােড করতে হবে। (ব্যাংক ডিপােসিট স্লিপে প্রার্থীর নাম ও মােবাইল নাম্বার স্পষ্টভাবে লিখতে হবে।) ভর্তি পরীক্ষার আবেদন ফি ১৩/০৪/২০২১ ইং তারিখ থেকে ২০/০৫/২০২১ ইং (ব্যাংকিং কার্যক্রম চলা সাপেক্ষে) পর্যন্ত জমা প্রদান করা যাবে।

৩) অনলাইনে আবেদন করার মাধ্যম:
• ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে ১৩/০৪/২০২১ইং (সকাল: ১০.০০ টা) থেকে ২০/০৫/২০২১ইং (রাত: ১১.৫৯ টা) পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার জন্য প্রার্থীদের নিজস্ব ই-মেইল ব্যবহার করে ইনস্টিটিউট এর website: www.icoedu.org লিঙ্কে Apply Online Tab এ Click করে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার পর User Name & Password স্ব-স্ব ই-মেইলে প্রদান করা হবে, যা পরবর্তীতে প্রবেশপত্র সংগ্রহের জন্য সংরক্ষণ করতে হবে। আবেদন ফরম পূরণের সময় নির্ধারিত স্থানে ব্যাংক ডিপােসিট ক্লিপ এর স্ক্যান কপি, পাসপোের্ট সাইজের রঙ্গিন ছবি,স্বাক্ষর, মাধ্যমিক বা সমমান পরীক্ষার ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার নম্বরপত্র আপলােড করতে হবে।

৪) প্রবেশপত্র সংগ্রহের মাধ্যম:
adminssion.icoedu.org লিংকে গিয়ে প্রদত্ত user Name & Password এ-র মধ্যে মে প্রবেশপত্র সংগ্রহ করা
যাবে। (আবেদনের সময় হতে ০৩ কার্যদিবসের মধ্যে)।

৫) ভর্তি পরীক্ষার সময়সূচি ও ফলাফলঃ   • লিখিত পরীক্ষার তারিখ: ৩১/০৫/২০২১ ইং (সােমবার, সকাল ১০.০০ টা হতে ১১.০০ টা) পর্যন্ত। ভর্তি পরীক্ষার চুড়ান্ত ফলাফল ঘােষণা: ৩১/০৫/২০২১ ইং সােমবার দুপুর ০২.০০ টা এবং ফলাফল ঘােষণার মাধ্যম ইনস্টিটিউট এর অফিস নােটিশ বাের্ড অথবা www.icoedu.org অথবা, যোগাযোগ: ০১৭৭৪-৮৭৮৯৯১ বিস্তারিত তথ্যের জন্য যােগাযােগ: ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমােলজি চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ক্যাম্পাস, পাহাড়তলী, চট্টগ্রাম।
মােবাইল নাম্বার: ০১৭৭৪-৮৭৮৯৯১
Website: www.icoedu.org
E-mail: adminoffice@icoedu.org

ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১

ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি ভর্তি বিজ্ঞপ্তি

Check Also

অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪

অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ – NU Honours 3rd Year Result 2024: অ্যাকাডেমিক কাউন্সিল ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.