আজকের তারিখ আরবি বাংলা ইংরেজি ২০২৩

আজকের তারিখ আরবি বাংলা ইংরেজি ২০২৩ -Today Date 2023 আমরা যে কোন প্রয়োজনে প্রতিদিনের তারিখ দেখাটা জরুরী, তাই ক্যালেন্ডার ব্যবহার করতে হয়। সেটা হতে পারে প্রিন্ট ক্যালেন্ডার বা মোবাইলের ক্যালেন্ডার অথবা গুগল সার্চ করেও দেখে থাকি। বিশেষ করে আজ ইংরেজি কত তারিখ জানা থাকলেও বাংলা কত তারিখ এবং আরবি কত তারিখ তা জানা থাকে থাকে না বেশিরভাগেরই। তাই আজকের তারিখ আরবি বাংলা ইংরেজি নিয়ে বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করব।

নিত্যদিনের কাজ-কর্মে, অফিস-আদালতসহ যেকোন প্রয়োজনে তারিখের ভূমিকা অপরীসীম। সেটা হতে পারে বাংলা তারিখ, আরবি তারিখ কিংবা ইংরেজি তারিখ। প্রতিটি মানুষের চলার সঙ্গী হিসাবে এই তারিখ জড়িত।

আজকের তারিখ আরবি বাংলা ইংরেজি ২০২৩

এখন কোন ঋতু চলছেবসন্তকাল
আজকে কি বারবুধবার
আজকের আরবি তারিখ২০ রমজান, ১৪৪৪ হিজরি
আজকের বাংলা তারিখ২৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
আজকের ইংরেজি তারিখ১২ এপ্রিল, ২০২৩ ইংরেজি

 

আজ আরবি মাসের কত তারিখ ২০২৩ | Aj Arobi Maser Koto Tarik

মুসলমান হিসাবে ইসলাম ধর্মের অনুসারীগণ সবসময় ইসলামিক তারিখের প্রয়োজন হয়। ইসলামিক যেকোন ইবাদতে বা প্রয়োজনে আরবি তারিখের প্রয়োজন রয়েছে।

আজ আরবি মাসের ২০ রমজান ১৪৪৪ হিজরি তারিখ।

আরবি ক্যালেন্ডার ২০২৩ আজকের তারিখ

আমাদের প্রত্যেদিনের যেকোন কাজের জন্য প্রয়োজন হয় ক্যালেন্ডার। তবে আমরা দৈনন্দিন বিভিন্ন কাজের জন্য ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করি। তাছাড়া বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানের জন্য আমরা বাংলা ক্যালেন্ডারও ব্যবহার করি।

এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য হিজরি সনের ক্যালেন্ডার ব্যবহার করতে হয়। ইসলামিক দেশগুলো শুধুমাত্র হিজরী সনে নির্ভরশীল। এই হিজরী সনের উপর ভিত্তি করে তাদের কার্যক্রম সম্পন্ন করে থাকে।

তবে ধার্মিক কার্যক্রম পরিচালনায় হিজরী সন অধিকতর ব্যবহার হয়ে থাকে। যেমন প্রতিনিয়ত নামাজ, রোজা, নফল ইবাদতের ক্ষেত্রে এ আরবি তারিখ বা আরবি ক্যালেন্ডার বেশি ব্যবহার হয়ে থাকে।

আরবি ১২ মাসের নাম

পবিত্র এবং শান্তির ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলামের সকল নিয়ম-কানুন পালন এবং ইসলামের সম্পূর্ণ বিষয়াদি জেনে রাখাটাও জরুরী। তাই আজকে আমরা জানবো আরবি ১২ মাসের নামসহ বিস্তারিত আলোচনা।

আরবি মাসসমূহকে মূলত হিজরি সনে গণনা করা হয়। আরবদের হাতে উৎপত্তি এ আরবি মাসের বা হিজরি গণনার।

১৪৪০ সন পূর্ব থেকে হিজরি গণণা শুরু হয় । এর পূর্বে আরব/মধ্যপ্রাচ্য জনসাধারণ বিভিন্ন ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে সন, দিন মনে রাখতেন।

বিষয়টি সাহাবীগণের নজরে আসার পরবর্তীকালে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা:) এর শাসন চলাকালে হযরত আলী (রা:) বেশ কয়েকজন সাহাবি মিলে শুরু করেন এই হিজরি সনের মাস কিংবা আরবী তারিখ/দিন গণনা।

এ নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে যেমন, হযরত মোহাম্মদ (সা:) এর জন্মসাল থেকে, রাসুল (সা:) এর উপর ওহী নাজিলের পর, রাসুল (সা:) এর মৃত্যুর পর থেকে মাস গণনা শুরু হয়েছে বলে প্রস্তাব করেন।

কিন্তু দ্বিতীয় খলিফা প্রস্তাব করেছিলেন যে, হিযরতের ঘটনার পর থেকে গণনা করা হবে সাল। সকল সাহাবীরা মিলে এই প্রস্তাবকে স্বাগত জানান।

এরপর থেকে রাসুল (সা:) এর হিজরতের পর থেকে আরবি মাস শুরু করা হয়। আরবি প্রথম মাস হিসাবে মহরম মাসকে বিবেচিত করা হয়। হিজরী সনের অধীনে মোট ১২টি মাস রয়েছে। নিচে সকল আরবী মাস সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।

আরবী ১২ মাসের নাম

মাসের নাম অর্থ
মহরমমর্যাদাপূর্ণ
সফরখালি কিংবা শূন্য
রবিউল আওয়ালবসন্তের শুরু
রবিউস সানিআখের বা শেষ
জমাদিউল আউয়ালজমে যাওয়া কিংবা স্থবির হয়ে যাওয়া
জমাদিউস সানিউখরা শেষ
রজবসম্মান করা
শাবানছেড়ে দেওয়া / বিচ্ছিন্ন হয়ে যাওয়া
রমজানজ্বালিয়ে দেওয়া
শাওয়ালতোলা / উঠানো
জিলকদবসে থাকা
জিলহজহজের মাস

ইংরেজি থেকে আরবি তারিখ

ইংরেজি থেকে আরবি তারিখ বের খুবই সহজ। সাধারণত ইংরেজি মাসের মাঝামাঝি অর্থাৎ ১৫ তারিখ থেকে আরবি মাসের শুরু হয়ে থাকে। কোন কোন মাস আবার ইংরেজি মাসের ১৪-১৬ তারিখ এর মধ্যে আরবি মাসের শুরু হয়। এর একটি কারণ রয়েছে, আরবি সকল মাস কিন্তু ৩০ দিনের নয়।

আজ বাংলা কত তারিখ ২০২৩ Ajker Bangla Tarikh

বাঙ্গালী হিসাবে বাংলা মাসের তারিখ জানা অতীব জরুরী। বাংলা ক্যালেন্ডার ২০২৩ আজকের তারিখ অথবা আজকে কত তারিখ? আজ বাংলা তারিখ ২৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বাংলা মাসের নাম

  • বৈশাখ।
  • জ্যৈষ্ঠ মাস।
  • আষাঢ়।
  • শ্রাবণ।
  • ভাদ্র।
  • আশ্বিন।
  • কার্তিক।
  • অগ্রাহায়ণ।
  • পৌষ।
  • মাঘ।
  • ফাল্গুন।
  • চৈএ।

আজ ইংরেজি কত তারিখ ২০২৩

আন্তর্জাতিক পর্যায়ে ব্যবহৃত এবং প্রচলিত সাল হচ্ছে ইংরেজি। আমাদের দৈনন্দিন কাজের শুরু থেকে শেষ অবধি ইংরেজি মাসের তারিখ দিয়ে হয়ে থাকে। আন্তর্জাতিক ভাষা ইংরেজি হওয়াতে এ দিন গণনার পদ্ধতিটি জনপ্রিয় হয়ে উঠেছে। আজকের ইংরেজি তারিখ – ১২ এপ্রিল, ২০২৩

ইংরেজি মাসের নাম

  • জানুয়ারি।
  • ফেব্রুয়ারি।
  • মার্চ।
  • এপ্রিল।
  • মে।
  • জুন।
  • জুলাই।
  • আগস্ট।
  • সেপ্টেম্বর।
  • অক্টোবর।
  • নভেম্বর।
  • ডিসেম্বর।

সাত দিনের নাম সমূহ

বাংলা, আরবি ও ইংরেজি তারিখ জানাটা যতটুকু জরুরী, ততটুকু জরুরী হচ্ছে সাত দিনের নাম জানাটাও। তাই চলুন এবার বাংলা, ইংরেজি ও আরবি ভাষা অনুসারে সাত দিনের নাম জেনে নিন:

বাংলা, ইংরেজি ও আরবি ভাষা অনুসারে সাত দিনের নাম

বাংলা ইংরেজি আরবি
শনিবারSaturdayইয়াওমুল জুমুয়া
রবিবারSundayইয়াওমুস সাবত
সোমবারMondayইয়াওমুল আহাদ
মঙ্গলবারTuesdayইয়াওমুল ইছনাইনিল আজিম
বুধবারWednesdayইয়াওমুছ ছুলাছা
বৃহস্পতিবারThursdayইয়াওমুল আরবিয়া
শুক্রবারFridayইয়াওমুল খামিস

বাংলা ছয় ঋতুর নাম

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এ ছয় ঋতুর প্রতিটি ঋতুতে দুই মাস অন্তভূক্ত রয়েছে। বাংলাদেশের আবহাওয়া জলবায়ুর পর্যালোচনা করে ৬টি ভাগে ভাগ করা হয়েছে এ ঋতু।

  1. গ্রীষ্মকাল।
  2. বর্ষাকাল।
  3. শরৎকাল।
  4. হেমন্তকাল।
  5. শীতকাল।
  6. বসন্তকাল।

কোন কোন মাসে কোন ঋতু তা নিচে দেখুন

ঋতুর নাম বাংলা মাসের নামইংরেজি মাসের নাম
গ্রীষ্মকালবৈশাখ, জ্যৈষ্ঠমধ্য-এপ্রিল থেকে মধ্য-জুন
বর্ষাকালআষাঢ়, শ্রাবণমধ্য-জুন থেকে মধ্য-আগস্ট
শরৎভাদ্র, আশ্বিনমধ্য-আগস্ট থেকে মধ্য-অক্টোবর
হেমন্তকার্তিক, অগ্রহায়ণমধ্য-অক্টোবর থেকে মধ্য-ডিসেম্বর
শীতপৌষ, মাঘমধ্য-ডিসেম্বর মধ্য-ফেব্রুয়ারি
বসন্তফাল্গুন, চৈত্র মধ্য-ফেব্রুয়ারি মধ্য-এপ্রিল

FAQ’S

আজকের বাংলা তারিখ কত?

আজ ২৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।

আজকের ইংরেজী তারিখ কত?

আজ ১২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ।

আজকের আরবী হিজরি তারিখ কত?

আজকের আরবী তারিখ হচ্ছে: ২০ই রমজান, ১৪৪৪ হিজরি।

আজ কি বার কত তারিখ?

আজ ১২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২০ই রমজান, ১৪৪৪ হিজরি, বুধবার।

শেষ কথা: প্রতিদিনের শুরুতে আজকের তারিখ দেখতে হয়। প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী আরবি মাসের তারিখ, ইংরেজি মাসের তারিখ ও বাংলা মাসের তারিখ খোঁজে থাকি।

আশা করছি আজকের আরবি তারিখ, আজকের ইংরেজি তারিখ, আজকের বাংলা তারিখ, আজ আরবি কত তারিখ, হিজরী ক্যালেন্ডার ২০২৩ আজকের তারিখ, আজকের তারিখ বাংলা ২০২৩, হিজরী ক্যালেন্ডার ২০২২ আজকের তারিখ,

হিজরী আজকের তারিখ, আজকে বাংলা তারিখ কত, আজকের তারিখ বাংলা, আজকের তারিখ আরবি বাংলা ইংরেজি ২০২৩, Ajker Bangla Tarikh, Today Date 2023, Aj Arobi Maser Koto Tarik, আজ বাংলা মাসের কত তারিখ, আজ আরবি মাসের কত তারিখ, আজ হিজরী কত তারিখ সম্পর্কিত লেখাটি ভালো লেগেছে, ধন্যবাদ।

 

Check Also

Secretariat

Bangladesh Secretariat Job Circular 2024

Bangladesh Secretariat Job Circular 2024 Publication of Bangladesh Secretariat recruitment circular. Applications are being invited …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.