২৪ ঘন্টায় ভারতে করোনায় প্রাণহানি ১৯৫ জনের, আক্রান্ত ৩৯০০

ডেস্ক রিপোর্ট, ঢাকা;  ভারতে গত ২৪ ঘণ্টায় ঝড়ের গতিতে বেড়েছে করোনা সংক্রমণ। নতুন করে ওই মারণ রোগে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯০০ জন এবং মারা গেলেন ১৯৫ জন রোগী। সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার পেরিয়ে গেলো।

করোনা ভাইরাসকে রুখতে দেশটিতে টানা লকডাউন চলছে, তবুও ক্রমেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুসারে দেশে এখন মোট করোনা আক্রান্ত ৪৬ হাজার ৪৩৩ জন। দেশ জুড়ে এই রোগের প্রকোপে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৫৬৮ জনের।

তবে এখনো পর্যন্ত প্রায় ১২ হাজার ৭২৭ জন রোগী করোনার সাথে লড়াই করে সুস্থ হয়েছেন। অর্থাৎ দেশে কোভিড-১৯ রোগ থেকে পুনরুদ্ধারের হার বেড়ে দাঁড়িয়েছে ২৭.৪ শতাংশে।

২৫ মার্চ থেকে ভারতে শুরু হয়েছে এই লকডাউন। তারপর থেকে এই নিয়ে দ্বিতীয়বার বাড়ানো হল এই লকডাউনের মেয়াদ। কিন্তু তারপরও দেশটিতে করোনা সংক্রমণ কমার কোনো লক্ষণই নেই, বরং প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সোমবারও ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে ২ হাজার ৫৭৩ জন করোনা আক্রান্ত হন। একদিনের মধ্যেই মারা যান ৮৩ জন রোগী। রোববারও দেখা গেছে প্রায় একই চিত্র। ওইদিনও নতুন করে করোনাভাইরাস থাবা বসায় ২ হাজার ৪৮৭ জনের দেহে।

এদিকে, টানা লকডাউনের জেরে মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি। সূত্র : এনডিটিভি

আমাদের বাণী ডট কম/০৫ মে ২০২০/ভিএ 

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …