১৯৭০ সালের নির্বাচন
প্রশ্ন: কোন তারিখে ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচন ও জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৭০ সালের ৭ ডিসেম্বর ও ১৯৭১ সালের ১৭ জানুয়ারি।
প্রশ্ন: ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা মােট কত ছিল?
উঃ ৩১৩টি। (আর এর মধ্যে ৩০০টি সাধারণ আসন ও ১৩টি সংরক্ষিত আসন)
প্রশ্ন: ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের ৩১৩টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের অংশে মােট কতটি আসন ছিল এবং পশ্চিম পাকিস্তানের অংশে কতটি আসন ছিল?
উঃ পূর্ব পাকিস্তানের অংশে ১৬৯টি আসন (এর মাঝে ৭টি আসন ছিল সংরক্ষিত এবং ১৬২টি ছিল সাধারণ আসন) এবং পশ্চিম পাকিস্তানের অংশে ১৪৪ টি আসন (এর মাঝে ৬টি আসন ছিল সংরক্ষিত এবং ১৩৮টি ছিল সাধারণ আসন)। মােট ১৬৯+১৪৪= ৩১৩টি আসন।
প্রশ্ন: ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কয়টি আসনে জয়লাভ করে?
উঃ ১৬৭ টি আসন। (আওয়ামী লীগ জাতীয় পরিষদের পূর্ব পাকিস্তানের অংশের ১৬৯টি আসনের ১৬৭টি আসনে জয়লাভ করে। এর মাঝে ১৬০টি ছিল সাধারণ আসন এবং ৭টি ছিল সংরক্ষিত মহিলা
আসন)
প্রশ্ন: ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদে পাকিস্তান পিপলস পার্টি কতটি আসন লাভ করে?
উঃ পশ্চিম পাকিস্তানের অংশের ১৪৪টি আসনের মধ্যে মােট ৮৮টি আসন লাভ। (এখানে উল্লেখ্য যে, ‘পাকিস্তান পিপলস পার্টি’ প্রধান বিরােধী দল হিসেবে নির্বাচিত হয়)
প্রশ্ন: ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক কী ছিল?
উঃ নৌকা। (আর ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি এর নির্বাচনী প্রতীক ছিল- তরােয়ার।)
প্রশ্ন: পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল?
উঃ ২৪টি দল।
প্রশ্ন: ১৯৭০ সালের নির্বাচনের সময় পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?
উঃ বিচারপতি আব্দুস সাত্তার।
প্রশ্ন: ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের মােট আসন সংখ্যা কত ছিল?
উঃ ৩১০ টি। এর মধ্যে ৩০০টি সাধারণ আসন এবং ১০ টি আসন ছিল মহিলাদের জন্য সংরক্ষিত।
প্রশ্ন: ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?
উঃ ২৯৮ টি আসন (এর মধ্যে ২৮৮টি সাধারণ আসন এবং ১০টি আসন ছিল সংরক্ষিত)।
প্রশ্ন: ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা কে ছিলেন?
উঃ আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ‘পাকিস্তান পিপলস পার্টি’ এর জুলফিকার আলী ভুট্টো)।
প্রশ্ন: : ১৯৭০ সালের নির্বাচনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলােচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া ঢাকা ত্যাগ করেন কবে?
উঃ ২৫ মার্চ, ১৯৭১ সালের রাতে।