১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচন

১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচন

প্রশ্ন: যুক্তফ্রন্ট কবে গঠিত হয়?

উঃ ১৯৫৩ সালের, ০৪ ডিসেম্বর।

প্রশ্ন: যুক্তফ্রন্ট কত সালের নির্বাচনে জয়লাভ করে?

উঃ ১৯৫৪ সালে।

প্রশ্ন: যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কবে গঠিত হয়?

উঃ ১৯৫৪ সালে ।

প্রশ্ন: কয়টি দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?

উঃ ৪টি দল।

প্রশ্ন: কোন কোন দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?

উঃ ১। আওয়ামী মুসলিম লীগ
২। কৃষক-শ্রমিক পার্টি
৩। নেজামে ইসলাম
৪। বামপন্থী গণতন্ত্রী দল।

প্রশ্ন: ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনের সময় পূর্ব-বাংলার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কে?

উঃ মাে: আজফার।

প্রশ্ন: কার নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়?

উঃ শেরে বাংলা এ.কে. ফজলুল হক।

প্রশ্ন: যুক্তফ্রন্টের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত ছিল?

উঃ ১৪ জন (প্রথমে ছিল ৪ জন। পরে মন্ত্রিসভা সম্প্রসারিত করা হয়)।

প্রশ্ন: ১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে মােট কতটি দল অংশগ্রহণ করে?

উঃ ১৬টি দল।

প্রশ্ন: কিসের ভিত্তিতে যুক্তফ্রন্ট নির্বাচনী ইশতিহার গঠিত?

উঃ ২১-দফা।

প্রশ্ন: ২১-দফার প্রথম দফা কী ছিল?

উঃ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা।

প্রশ্ন: যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল?

উঃ নৌকা।

প্রশ্ন: ১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন (যুক্তফ্রন্টের নির্বাচন) এর সময় পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন সংখ্যা কত ছিল?

উঃ মােট ৩০৯টি আসন। এর মধ্যে ২৩৭টি মুসলিম আসন এবং ৭২টি আসন অমুসলিদের জন্য সংরক্ষিত ছিল।

প্রশ্ন: যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে?

উঃ পূর্ব-বাংলার প্রাদেশিক পরিষদের ৩০৯টি আসনের মধ্যে সংরক্ষিত আসনসহ মােট ২৩৬টি আসনে জয়লাভ করে যুক্তফ্রন্ট।
তবে অমুসলিমদের জন্য সংরক্ষিত আসন ছাড়া ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে এবং অমুসলিদের জন্য সংরক্ষিত ৭২টি আসনের মধ্যে ১৩টি আসন লাভ করে যুক্তফ্রন্ট ।

প্রশ্ন: যুক্তফ্রন্টের নেতৃত্বে কারা ছিলেন?

উঃ শেরে বাংলা এ.কে. ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আতাহার আলী এবং হাজী মােহাম্মদ দানেশ।
তবে যুক্তফ্রন্টের সমন্বয় হিসেবে ছিলেন হােসেন শহীদ সােহরাওয়ার্দী ।

প্রশ্ন: যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কবে, কার নেতৃত্বে গঠিত হয়?

উঃ ০৩ এপ্রিল, ১৯৫৪। এ. কে. ফজলুল হকের।

প্রশ্ন: যুক্তফ্রন্টের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেন?

উঃ গােপালগঞ্জ আসন থেকে।

প্রশ্ন: যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘােষণা করা হয় কবে?

উঃ ৩০ মে, ১৯৫৪ সালে।

প্রশ্ন: যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?

উঃ কৃষি, বন, সমবায় ও পল্লী মন্ত্রী।

প্রশ্ন: ১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন (যুক্তফ্রন্টের নির্বাচন) কবে অনুষ্ঠিত হয়?

উঃ ১৯৫৪ সালের ৮ মার্চ

প্রশ্ন: যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?

উঃ কৃষি, বন, সমবায় ও পল্লী মন্ত্রী।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …