হুসেনশাহী বংশ
তথ্যঃ
১৪৯৩ খ্রিস্টাব্দে আলাউদ্দিন হুসেন শাহ বাংলায় ‘হুসেন শাহী রাজবংশ প্রতিষ্ঠা করেন। তাঁর ১৪৯৩ খ্রিস্টাব্দ থেকে ১৫১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত মােট ২৬ বছরের শাসনকালকে ‘বাংলা মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয়।
প্রশ্ন: কাকে ‘শাহ-ই- বাঙাল’ উপাধিতে ভূষিত করা হয়?
উঃ সমগ্র বাংলার প্রথম সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ।
প্রশ্ন: বাংলার সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
উঃ আলাউদ্দিন হােসেন শাহ। (তিনি শাহী বংশের শ্রেষ্ঠ সুলতানও ছিলেন)
প্রশ্ন: বাংলায় কার শাসনামলকে ‘মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয়?
উঃ আলাউদ্দিন হােসেন শাহ।
প্রশ্ন: কার পৃষ্ঠপােষকতায় বাংলায় মহাভারত রচিত হয়?
উঃ পরাগল খান ও ছুটি খান।
প্রশ্ন: কোন মুসলমান সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন?
উঃ শামসুদ্দীন ইলিয়াস শাহ।
প্রশ্ন: কার শাসনামল থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল ‘বাঙ্গালাহ নামে পরিচিত হতে থাকে?
উঃ শামসুদ্দীন ইলিয়াস শাহ।
প্রশ্ন: কোন শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল ‘বাঙ্গালাহ’ নামে পরিচিত হতে থাকে?
উঃ মুসলিম শাসনামল।
প্রশ্ন: ভারতের মালদহের বড় পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
উঃ সিকান্দার শাহ।
প্রশ্ন: গৌড়ের কদম রসুল ও বড় সােনা মসজিদ নির্মাণ করেন কে ?
উঃ নুসরত শাহ।
প্রশ্ন: কার শাসনামলে পির খানজাহান আলী খুলনা অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারে নিয়ােজিত হন?
উঃ নাসিরউদ্দীন মাহমুদ শাহ।
প্রশ্ন: বাংলার কোন শাসনকর্তার সময় হযরত শাহজালাল (রহ.) ধর্ম প্রচারে বাংলায় আসেন?
উঃ সুলতান শামসুদ্দিন ফিরােজ শাহ।
প্রশ্ন: আলাউদ্দিন হােসেন শাহের রাজধানী ছিল কোথায়?
উঃ একডালা।
নোট মোস্তাফিজার মোস্তাক