হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ

➡️তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক।

➡️হুমায়ূন আহমেদ এর প্রথম প্রকাশিত গ্রন্থ – নন্দিত নরকে (এটি একটি উপন্যাস)।

➡️হুমায়ূন আহমেদ এর দ্বিতীয় প্রকাশিত গ্রনস্থ – শঙ্খনীল কারাগার (এটি একটি উপন্যাস)।

📒মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
আগুনের পরশমণি,
শ্যামল ছায়া,
অনিল বাগচীর একদিন,
জোৎস্না ও জননীর গল্প,
১৯৭১।

📒মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র:
আগুনের পরশমণি,
শ্যামল ছায়া,
অনিল বাগচীর একদিন।

➡️ শ্রাবণ মেঘের দিন এবং দুই দুয়ারী তাঁর রচিত দুটি জনপ্রিয় রােমান্টিক উপন্যাস। পরবর্তীতে এগুলাের উপর ভিত্তি করেও চলচ্চিত্র নির্মাণ করা হয়।
📒নাটক:
এইসব দিনরাত্রি,
অয়ােময়,
কোথাও কেউ নেই,
অপরাহ,
বহুব্রীহি,
অয়ােময়,
আজ রবিবার,
চন্দ্রগ্রহণ ইত্যাদি।

📒কিছু প্রশ্ন

➡️ প্র : হুমায়ূন আহমেদ কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ: ১৯৪৮ সালের ১৩ই নেত্রকোণার মােহনগঞ্জে।

➡️প্র: তিনি নভেম্বর, মূলত কি হিসেবে পরিচিত?
উ : কথাসাহিত্যিক ।

➡️প্র : তাঁর প্রকাশিত প্রধান গ্রন্থগুলাে কি?
উ : নীল অপরাজিতা,
প্রিয়ত মেষু,
জয়জয়ন্তী,
দূরে কোথাও,
এই সব দিনরাত্রি,
ময়ূরাক্ষী,
মহাপুরুষ,
নিশিকাব্য,
সম্রাট,
দুই দুয়ারী,
জোছনা ও জননীর গল্প,
কে কথা কয় ইত্যাদি।

➡️প্র: তার শ্রেষ্ঠ উপন্যাস কোনগুলাে?
উ: নন্দিত নরকে,
শঙ্খনীল কারাগার,
আগুনের পরশমণি,
জোছনা ও জননীর গল্প।

➡️প্র : তিনি কি কি পুরস্কার লাভ করেন?
উ: লেখক শিবির পুরস্কার (১৯৭৩),
বাংলা একাডেমী পুরস্কার (১৯৮১),
মাইকেল মধুসূদন পদক (১৯৮৭),
বাচসাস পুরস্কার (১৯৮৮)।
➡️তার উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম নির্মিত ‘অনিল বাগচীর একদিন’ (২০১৫) চলচ্চিত্রের জন্য তিনি ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মরণোত্তর শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার লাভ করেন।

➡️মৃত্যু – ১৯ জুলাই ২০১২ (বয়স ৬৩)
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।

➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক 

Check Also

বিগত বছরগুলোতে আসা Correct Spelling

বিগত বছরগুলোতে আসা Correct Spelling 1) Mellifluous – সুমধুর/সুললিত [ BDBL – 2012 ] 2) …