Breaking News

স্বাধিকার আন্দোলন ও ইংরেজ শাসনের অবসান

স্বাধিকার আন্দোলন ও ইংরেজ শাসনের অবসান

প্রশ্ন:প্রথম দিকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন?

উঃ শহীদ তিতুমীর।

প্রশ্ন: তিতুমীর এর প্রকৃত নাম কি?

উঃ সৈয়দ মীর নিসার আলী।

প্রশ্ন: নারিকেল বাড়িয়ার “বাঁশের কেল্লা নির্মাণ করেন কে?

উঃ শহীদ তিতুমীর।

প্রশ্ন: কার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস করা হয়?

উঃ লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট

প্রশ্ন: কার নেতৃত্বে বারাসাত বিদ্রোহ হয়েছিল?

উঃ শহীদ তিতুমীর।

প্রশ্ন: বাংলাদেশে ‘ওয়াহাবী আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?

উঃ উঃ শহীদ তিতুমীর।

প্রশ্ন: বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?

উঃ হাজী শরীয়তউল্লাহ।

প্রশ্ন: হাজী শরীয়তউল্লাহর মৃত্যুর পর কে ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন?

উঃ হাজী শরীয়তউল্লাহর পুত্র হাজী দুদু মিয়া

প্রশ্ন: ‘তেভাগা আন্দোলন’-এর নেতা কে ছিলেন?

উঃ হাজী মােহাম্মদ দানেশ ও ইলা মিত্র।

প্রশ্ন: ফকির-সন্ন্যাসীদের মধ্যে উল্লোখ্যযােগ্য নেতা কে ছিলেন?

উঃ ফকির মজনু শাহ ও ভবানী পাঠক।

প্রশ্ন: “স্বদেশী আন্দোলন’-এর নেতা কে ছিলেন?

উঃ অরবিন্দ ঘােষ।

প্রশ্ন: ‘স্বরাজ আন্দোলন’-এর নেতা কে ছিলেন?

উঃ চিত্তরঞ্জন দাস।

প্রশ্ন: “ভারত ছাড় আন্দোলন’-এর নেতা কে ছিলেন?

উঃ মহাত্মা গান্ধী।

এন্ন: ‘অহিংস আন্দোলন’-এর নেতা কে ছিলেন?

উঃ মহাত্মা গান্ধী।

প্রশ্ন: বাংলাদেশে ইংরেজি শিক্ষা চালু হওয়ায় কোন সম্প্রদায় সবচেয়ে বেশি উপকৃত হয়?

উঃ হিন্দু সম্প্রদায় ।

প্রশ্ন: ‘মুসলিম সাহিত্য সমাজ’ বা মােহামেডান লিটারারি সােসাইটি’ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ নওয়াব আব্দুল লতিফ।

প্রশ্ন: ‘মুসলিম সাহিত্য সমাজ বা মােহামেডান লিটারারি সােসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৬৩ সালে ।

প্রশ্ন: আলীগড় আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?

উঃ স্যার সৈয়দ আহমেদ খান।

প্রশ্ন: মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের দাবি কোন আইন দ্বারা স্বীকৃত হয়?

উঃ মর্লি মিন্টো আইন।

প্রশ্ন: ১৯৩৭ সালে প্রকাশিত মুসলমানদের বাংলা মুখপত্রটির নাম কি?

উঃ দৈনিক আজাদ।

প্রশ্ন: কে বাংলায় ‘ঋণ সালিশী আইন’ প্রবর্তন করেন?

উঃ শেরে বাংলা এ.কে. ফজলুল হক।

প্রশ্ন: “পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০’ প্রণয়নে কে অগ্রণী ভূমিকা পালন করেন?

উঃ শেরে বাংলা এ.কে. ফজলুল হক।

প্রশ্ন: ব্রিটিশ ভারত বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন?

উঃ হােসেন শহীদ সােহরাওয়ার্দী ।

প্রশ্ন: কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে সাধারণ নির্বাচনের নির্দেশ প্রদান করেন?

উঃ মিঃ এটলি।

প্রশ্ন: নীল বিদ্রোহের সূচনা হয় কবে?

উঃ ১৮৫৯ সালে এবং অসান ঘটে ১৮৬০ সালে।

প্রশ্ন: বাংলার নীল বিদ্রোহে কারা অংশগ্রহণ করেন?

উঃ চাষীরা।

প্রশ্ন: বাংলার নীল বিদ্রোহের নেতৃত্বদানকারী নেতা কে ছিলেন?

উঃ দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস।

প্রশ্ন: বাংলায় নীল চাষ বিলুপ্তির জন্য কত সালে নীল কমিশন গঠন করা হয়?

উঃ ১৮৬০ সালে।

প্রশ্ন: ইংরেজ শাসনামলে হিন্দু সমাজের পুনর্জাগরণের অগ্রনায়ক কে ছিলেন?

উঃ রাজা রামমােহন রায়।

প্রশ্ন: ব্রাহ্ম ধর্ম ও ব্রাহ্ম সমাজের প্রবর্তন করেন কে?

উঃ রাজা রামমােহন রায়।

প্রশ্ন: মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য কে তার সমস্ত সম্পত্তি উইল করে যান?

উঃ হাজী মুহম্মদ মুহসীন।

প্রশ্ন: ভারতের সবচেয়ে প্রাচীন দলের নাম কী?

উঃ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।

প্রশ্ন: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কোন সালে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৮৫ সালে।

প্রশ্ন: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?

উঃ এ্যালান অক্টোভিয়ান হিউম।

প্রশ্ন: “মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ নবাব সলিমুল্লাহ।

প্রশ্ন: ‘মুসলিম লীগ’ কখন প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর।

প্রশ্ন: ‘মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়?

উঃ ঢাকায়।

প্রশ্ন: ভারতীয় উপমহাদেশে হিন্দু-মুসলিমের মধ্যে রাজনৈতিক সমঝােতা স্থাপনের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়?

উঃ লক্ষ্মী চুক্তি।

প্রশ্ন: কত সালে লক্ষ্মৌ চুক্তি স্বাক্ষরিত হয়?

উঃ ১৯১৬ সালে।

প্রশ্ন: ভারতীয় উপমহাদেশে হিন্দু-মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ দূর করার জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়?

উঃ বেঙ্গল প্যাক্ট।

প্রশ্ন: কত সালে বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয়?

উঃ ১৯২৩ সালে।

প্রশ্ন: মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কী?

উঃ মােহন দাস করমচাঁদ গান্ধী।

প্রশ্ন: মহাত্মা গান্ধী ভারতের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন কবে?

উঃ ১৯১৭ সালে।

প্রশ্ন: অসহযােগ আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন কে?

উঃ মহাত্মা গান্ধী।

প্রশ্ন: খেলাফত আন্দোলনে কখন শুরু হয়?

উঃ ১৯২০ সালে।

প্রশ্ন: খেলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে?

উঃ মাওলানা মােহাম্মদ আলী, মাওলানা শওকত আলী ও মাওলানা আবুল কালাম আজাদ।

প্রশ্ন: ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন কবে পাশ হয়?

উঃ ১৯৩৫ সালে।

প্রশ্ন: ব্রিটিশ ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?

উঃ ১৯৩৭ সালে।

প্রশ্ন: অবিভক্ত বাংলার প্রথম মন্ত্রিসভা গঠিত হয় কবে?

উঃ ১৯৩৭ সালে; শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে।

প্রশ্ন: ‘দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে?

উঃ মুহম্মদ আলী জিন্নাহ।

প্রশ্ন: ‘দ্বি-জাতি তত্ত্ব’ ঘােষণা করা হয় কবে?

উঃ ১৯৩৯ সালে।

প্রশ্ন: লাহাের প্রস্তাব উপস্থাপন করেন কে?

উঃ এ. কে. ফজলুল হক।

প্রশ্ন: ‘লাহাের প্রস্তাব’ কবে উপস্থাপন করা হয়?

উঃ ১৯৪০ সালের ২৩-ই মার্চ।

প্রশ্ন: ‘লাহাের প্রস্তাব’ কোথায় উপস্থাপন করা হয়?

উঃ মুসলিম লীগের অধীবেশনে পাকিস্তানের লাহােরে।

প্রশ্ন: অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উঃ এ.কে. ফজলুল হক।

প্রশ্ন: অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উঃ হােসেন শহীদ সােহরাওয়ার্দী।

প্রশ্ন: ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?

উঃ লর্ড মাউন্টব্যাটেন। (আর ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং)

প্রশ্ন: স্বাধীন সার্বভৌম পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কবে?

উঃ ১৪ আগস্ট, ১৯৪৭ সালে।

প্রশ্ন: স্বাধীন সার্বভৌম ভারত রাষ্ট্রের জন্ম হয় কবে?

উঃ ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।

প্রশ্ন: কীসের ভিত্তিতে উপমহাদেশে ভারত-পাকিস্তান নামক দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়?

উঃ দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে।

নোট মোস্তাফিজার মোস্তাক

 

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …