সোমালিয়ায় বোমা বিস্ফোরণ: নিহত ৬১

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৬১ জন নিহত হয়েছেন। মোগাদিসুর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় নিরাপত্তা চৌকিতে এই বোমা হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন অনেকে। খবর দ্য গার্ডিয়ান’র।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবরে বলা হয়, এটি ছিলো বড় ধরনের গাড়ি বোমা হামলা। ঘটনাস্থলের চারপাশে মরদেহ ও রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেউ কেউ ঘটনাটিকে ট্রাক বোমা হামলা বলেও জানিয়েছেন।

এদিকে সোমালিয়ার সরকারি এক কর্মকর্তা ‘বহু’ সংখ্যক মানুষ মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে অন্তত ১৫ জনের মরদেহ পড়ে আছে।

প্রাথমিকে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ওই এলাকায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাব প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

Check Also

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী আততায়ীর হামলায় নিহত

ঢাকাঃ ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদাহ রাজধানী তেহরানের কাছে আততায়ী হামলায় নিহত হয়েছেন। দেশটির …