সৈয়দ শামসুল হক
➡️সবচেয়ে কম বয়সে ‘বাংলা একাডেমি পুরস্কার লাভ করে কোন সাহিত্যিক?
👉সৈয়দ শামসুল হক
📒কাব্যগ্রন্থ:
➡️একদা এক রাজ্যে (সৈয়দ শামসুল হকের ➡️প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ),
➡️কাননে কাননে তােমারই সন্ধানে,
➡️আমি জন্মগ্রহণ করিনি।
📒উপন্যাস:
➡️দেয়ালের দেশ (সৈয়দ শামসুল হকের প্রকাশিত ➡️প্রথম উপন্যাস ও তাঁর প্রকাশিত প্রথম গ্রন্থ),
➡️সীমানা ছড়িয়ে,
➡️খেলারাম খেলে যা।
➡️নিষিদ্ধ লেবানন(মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস),
➡️নীলদংশন (মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস),
📒নাটক:
➡️পায়ের আওয়াজ পাওয়া যায় (মুক্তিযুদ্ধভিত্তিক নাটক),
➡️নুরুলদীনের সারা জীবন।
📒গল্পগ্রন্থ: আনন্দের মৃত্যু।
📒কিছু প্রশ্ন
➡️প্র : সৈয়দ শামসুল হক কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯৩৫ সালের ২৭শে ডিসেম্বর: কুড়িগ্রামে ।
➡️প্র : তিনি মূলত কি হিসেবে পরিচিত?
উ : লেখক।তাকে কি সব্যসাচী লেখক বলা হয়।
➡️প্র: তাঁর প্রকাশিত গ্রন্থগুলাের নাম কি?
📒প্রবন্ধ : হৃৎকলমের টানে (১৯৯১)।
📒গল্প:
তাস (১৯৫৪),
শীত বিকেল (১৯৫৯),
আনন্দের মৃত্যু (১৯৬৭),
প্রাচীন বংশের নিঃস্ব সন্তান (১৯৮২),
জলেশ্বরীর গল্পগুলাে (১৯৯০)।
📒উপন্যাস :
এক মহিলার ছবি (১৯৫৯),
অনুপম দিন (১৯৬২),
সীমানা ছাড়িয়ে (১৯৬৪8),
খেলারাম খেলে যা (১৯৭৯),
নীল দংশন (১৯৮১),
স্তব্ধতার অনুবাদ (১৯৮৭),
বৃষ্টি ও বিদ্রোহীগণ (১৯৮৯),
ত্রাহি (১৯৮৯),
তুমি সেই তরবারী (১৯৮৯)।
📒প্র: তিনি কি কি পুরস্কার লাভ করেন?
উ : বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৬),
আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬৯),
আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৩)।
➡️মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০১৬ (বয়স ৮০)
ইউনাইটেড হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ।
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক