সুলতানী আমল
প্রশ্ন: স্বাধীন সুলতানী যুগের সূচনা হয় কবে?
উঃ ১৩৩৮ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: স্বাধীন সুলতানী যুগের সূচনা হয় কোথায়?
উঃ সােনারগাঁ ।
প্রশ্ন: স্বাধীন সুলতানী যুগের সূচনাকারী কে?
উঃ সুলতান ফখরুদ্দিন মােবারক শাহ। (আর দিল্লিতে সুলতানী শাসনের সূচনাকারী ছিলেন- মুহাম্মদ ঘুরী।)
প্রশ্ন: বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন কে?
উঃ সুলতান ফখরুদ্দিন মােবারক শাহ।
প্রশ্ন: বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন কে?
উঃ সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।
প্রশ্ন: কার মৃতুর মধ্য দিয়ে ২০০ বছরের স্বাধীন সুলতানী যুগে অবসান ঘটে?
উঃ সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।
প্রশ্ন: স্বাধীন সুলতানী যুগের সময়কাল কত?
উঃ ১৩৩৮-১৫৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত।
প্রশ্ন: সুলতানী আমলে লােকেরা বেচাকেনার জন্য ব্যবহার করত?
উঃ রৌপ্য মুদ্রা।
প্রশ্ন: বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ নির্মিত হয় কোন আমলে?
উঃ সুলতানী আমলে; খান জাহান আলী কর্তৃক
প্রশ্ন: কে বাংলাকে (বাংলাদেশকে) ধনসম্পদপূর্ণ নরক’ বা দোজখপুর নিয়ামত বলে আখ্যায়িত করেছেন?
উঃ ইবনে বতুতা (আর: কিন্তু বাংলাকে ‘জান্নাতাবাদ বলে আখ্যায়িত করেছেন- মােঘল সম্রাট হুমায়ূন)।
প্রশ্ন: ইবনে বতুতা কেন বাংলাদেশকে ‘ধনসম্পদপূর্ণ নরক বা “দোজখপুর নিয়ামত’ বলেন?
উঃ সম্পদের প্রাচুর্য ও প্রতিকূল আবহাওয়ার জন্য।
প্রশ্ন: বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায় ইবনে বতুতার কোন গ্রন্থে?
উঃ কিতাবুল রেহালা।