সুলতানী আমল

সুলতানী আমল

প্রশ্ন: স্বাধীন সুলতানী যুগের সূচনা হয় কবে?

উঃ ১৩৩৮ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: স্বাধীন সুলতানী যুগের সূচনা হয় কোথায়?

উঃ সােনারগাঁ ।

প্রশ্ন: স্বাধীন সুলতানী যুগের সূচনাকারী কে?

উঃ সুলতান ফখরুদ্দিন মােবারক শাহ। (আর দিল্লিতে সুলতানী শাসনের সূচনাকারী ছিলেন- মুহাম্মদ ঘুরী।)

প্রশ্ন: বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন কে?

উঃ সুলতান ফখরুদ্দিন মােবারক শাহ।

প্রশ্ন: বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন কে?

উঃ সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।

প্রশ্ন: কার মৃতুর মধ্য দিয়ে ২০০ বছরের স্বাধীন সুলতানী যুগে অবসান ঘটে?

উঃ সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।

প্রশ্ন: স্বাধীন সুলতানী যুগের সময়কাল কত?

উঃ ১৩৩৮-১৫৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত।

প্রশ্ন: সুলতানী আমলে লােকেরা বেচাকেনার জন্য ব্যবহার করত?

উঃ রৌপ্য মুদ্রা।

প্রশ্ন: বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ নির্মিত হয় কোন আমলে?

উঃ সুলতানী আমলে; খান জাহান আলী কর্তৃক

প্রশ্ন: কে বাংলাকে (বাংলাদেশকে) ধনসম্পদপূর্ণ নরক’ বা দোজখপুর নিয়ামত বলে আখ্যায়িত করেছেন?

উঃ ইবনে বতুতা (আর: কিন্তু বাংলাকে ‘জান্নাতাবাদ বলে আখ্যায়িত করেছেন- মােঘল সম্রাট হুমায়ূন)।

প্রশ্ন: ইবনে বতুতা কেন বাংলাদেশকে ‘ধনসম্পদপূর্ণ নরক বা “দোজখপুর নিয়ামত’ বলেন?

উঃ সম্পদের প্রাচুর্য ও প্রতিকূল আবহাওয়ার জন্য।

প্রশ্ন: বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায় ইবনে বতুতার কোন গ্রন্থে?

উঃ কিতাবুল রেহালা।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …