ডেস্ক রিপোর্ট, ঢাকা; শরিয়তপুর জেলা বিএনপি’র উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ওবায়দুর রহমান স্মৃতি সংসদের সভাপতি, সাবেক জেলা বিএনপি’র সভাপতি এবং সাবেক ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী আলহাজ্ব টি এম গিয়াসউদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার দুই মেয়ে, এক ছেলে রয়েছে। তিনি জ্বর ও ডায়াবেটিস সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তার মৃত্যুতে বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শরিয়তপুর জেলা বিএনপি’র সভাপতি শফিকুর রহমান কিরণ শোক জানিয়েছেন।
শনিবার বাদ জহুর মোহাম্মদপুর তাজমহল জামে মসজিদে নামাজের জানাজা শেষে তাজমহল রোড করবস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
আমাদের বাণী ডট কম/০৪ জুলাই ২০২০/পিপিএম