ডেস্ক রিপোর্ট, ঢাকা; সরকারের দুর্নীতির কারণেই করোনাভাইরাস সারাদেশে সংক্রমিত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (১০ জুলাই) বিকেলে উত্তরার নিজ বাসা থেকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সিলেটে ‘এমএ হক স্বাস্থ্যসেবা’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, ‘সরকারের চরম অবহেলা, অবজ্ঞা, অজ্ঞানতা এবং তাদের যে একটাই লক্ষ্য চুরি, সেই কারণেই আজ করোনা পরিস্থিতি এই অবস্থায় দাঁড়িয়েছে, সারাদেশে ছড়িয়ে পড়েছে।’
হজ ক্যাম্পে আইসোলেশনে থাকা প্রবাসীদের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারের তরফ থেকে বলা হচ্ছে, বিদেশ থেকে যারা ফেরত আসছেন তাদের টেস্ট করে সবাইকে করোনামুক্ত পাওয়া গেছে। অথচ বিবিসি বাংলা বিভাগের একজন সাংবাদিক তিনি সেই হজ ক্যাম্পে গিয়ে যাত্রীদের মধ্য একজনকে জিজ্ঞাসা করেছেন, তিনি (যাত্রী) জবাবে বলেছেন যে, আমাদের কোনো স্ক্রিনিংই হয়নি।’
তিনি বলেন, ‘দেখেন, কতটা দায়িত্বহীন হতে পারে এই স্বাস্থ্য অধিদফতরে কর্মকর্তা-কর্মচারীরা। কতটা উদাসীন হতে পারে সরকার। এত ঘটনার পরও, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করার পরও, লক্ষ লক্ষ লোক আক্রান্ত হওয়ার পরও যখন একেবারে জীবন-জীবিকা সবকিছু ওলট-পালট হয়ে যাচ্ছে, সেই সময়ও তারা তাদের ন্যূনতম যে দায়িত্ব সেটা পালন করছে না।’
মির্জা ফখরুল বলেন, ‘সরকারের দিকে তাকিয়ে থাকার কোনো দরকার নেই। আমাদের নিজেদেরই চেষ্টা করতে হবে বাঁচার জন্য, আমাদের নিজেদের চেষ্টা করতে হবে যেন এটা (করোনাভাইরাস) না ছড়ায়, সংক্রামণ যেন না বাড়ে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকারের যেহেতু জনগণের সাথে সম্পর্ক নেই, জনগণের জীবন-জীবিকার প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই, সেই কারণে তাদের দিকে তাকিয়ে থেকে বাংলাদেশের অগণিত মানুষ এই ভয়াবহ ভাইরাস থেকে রক্ষা পাবে না।’
আমাদের বাণী ডট কম/১০ জুলাই ২০২০/পিপিএম