সভা-সমাবেশ করে খালেদা জিয়ার মুক্তি মিলবে না: তথ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বিচার প্রক্রিয়া মেনে খালেদা জিয়ার মুক্তির জন্য চেষ্টা চালানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সমাবেশ করে বেগম জিয়ার মুক্তি মিলবে না।

আজশনিবার (৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ আইন ও আদালতের বিরোধী মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, এ সমাবেশ আইন ও আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন। আদালত সতর্ক দৃষ্টি রেখে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইভিএম ও ব্যাংকিং খাতের নতুন আইন সম্পর্কে না জেনেই বিএনপি মহাসচিব প্রতিক্রিয়া দিয়েছেন-এমন অভিযোগ করে তথ্যমন্ত্রী বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, সরকারের সমালোচনা করুন, তবে মূর্খের মতো নয়।

Check Also

দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান। কভিড-১৯ …