ডেস্ক রিপোর্ট, ঢাকা; ‘মানুষ তো মরে। নানা কারণে মরে। এটাই তো জীবন।’ করোনা থেকে সেরে ফের আগের মেজাজে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। গোটা বিশ্বে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যার বিচারে ব্রাজিল দ্বিতীয়। ২৬ লাখের উপর মানুষ করোনা আক্রান্ত সে দেশে। এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৯২ হাজার মানুষের প্রাণ গেছে। তা সত্ত্বেও নিজের প্রতাপে অনড় প্রেসিডেন্ট।
গত শুক্রবার দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্ডে দ্য সুলে গিয়েছিলেন বোলসোনারো। সেখানে গিয়ে তিনি বলেন, ‘আমি জানতাম, একটা সময় আমি নিজেও আক্রান্ত হব। শুধু আমি কেন, আমার ধারণা প্রায় সবাই কোনও না কোনও সময়ে আক্রান্ত হবেন। তাই ভয় পেলে চলবে না! সামনা করতে হবে।’
ব্রাজিলে করোনা পরিস্থিতি সামলাতে পুরোপুরি ব্যর্থ বোলসোনারো প্রশাসন। মাস্ক পরা তো দূরের কথা, সদ্য করোনা থেকে সেরে উঠেও ঘরে থাকার বালাই নেই! মাস্ক না পরেই চলে গেলেন অনুষ্ঠানে। আর সে দিনেই তাঁর স্ত্রী মিশেলের করোনা ধরা পড়ে। বলছেন, ‘দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই হাইড্রক্সিক্লোরোকুইন খান, আর কাজে লেগে যান।’ এমনকী নিজের কোভিড পজিটিভ হওয়ার খবরও মাস্ক না পরেই সাংবাদিক বৈঠকে জানাতে এসেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
একই বেপরোয়া ভাব লক্ষ্য করা গিয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও। ট্রাম্পও মাস্ক পড়ার বিরুদ্ধে। তাঁর স্বভাবেও লকডাউন, দূরত্ব বিধি মেনে চলার বালাই চোখে পড়েনি।
আমাদের বাণী ডট কম/০২ আগস্ট ২০২০/পিপিএম