‘শেয়ারবাজার থেকে ২৭ হাজার কোটি টাকা লুটপাট’

শেয়ারবাজার থেকে ২৭ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে বলে অভিযোগ করে উদ্বেগ প্রকাশ এই ঘটনার বিচার দাবি করেছে গণফোরাম। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে দলটির মতিঝিলের কার্যালয়ে আয়োজিত এক কর্মিসভায় দলটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এই দাবি করেন।

সুব্রত চৌধুরী বলেন, ‘অতীতেও শেয়ারবাজার থেকে লুপাটের ঘটনায় কোনও বিচার হয়নি, তারপরও আমরা লুটপাটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা সিটির দুই মেয়রের ভূমিকা নিন্দনীয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ডেঙ্গুর প্রধান কারণ এডিশ মশানিধনে এখন পর্যন্ত সরকার কার্যকরী কোনও পদক্ষেপ নেয়নি। মশানিধনের ওষধ কোন দেশ থেকে আনবে, এ নিয়ে সরকার আশার বাণী শোনাচ্ছে কিন্তু কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। ’

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- গণফোরামের সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মেজর জেনারেল অব. আমসাআ আমীন ও মেসবাহউদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হেলাল উদ্দিন ও লতিফুল বারী হামিম, সম্পাদক খান সিদ্দিকুর রহমান প্রমুখ।

Check Also

দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান। কভিড-১৯ …