শিক্ষকের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশসহ নিহত ২৭

ইন্দোনেশিয়ায় এক শিক্ষকের মন্তব্যকে কেন্দ্র করে সোমবার ভয়াবহ বিক্ষোভে হয়। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৭ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানা যায়। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬৫ জন।

সোমবার দেশটির পাপুয়া প্রদেশে এক শিক্ষক শিক্ষার্থীকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করার প্রেক্ষিতে এই বিক্ষোভের সূচনা হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

শিক্ষকের মন্তব্যের প্রতিবাদে ওয়ামিনা শহরে জড়ো হয়ে আন্দোলনকারীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বাড়ি-ঘর ও দোকানপাটে ভাঙচুর চালায় ও আগুন জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা। পরে পুলিশের সঙ্গে বিক্ষাভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে এ সংখ্যা বেড়ে ২৭য়ে গিয়ে দাড়ায়। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

এদিকে সংঘর্ষের ঘটনার জেরে জরুরি নিরাপত্তা বৈঠকে বসেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো।

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …