শামসুর রাহমান
➡️ শামসুর রাহমান কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
➖ ১৯২৯সালের ২৪ শে অক্টোবর মাতুলালয় ঢাকার (পুরানো ঢাকার মাহুতটুলিতে।
➡️ তিনি কবে, কোথায় মৃত্যুবরণ করেন?
➖ ২০০৬ খ্রিষ্টাব্দের ১৭ই অগস্ট সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন।
➡️কবি শামসুর রাহমান মুক্তিযুদ্ধ চলাকালীন কোন ছদ্মনামে লিখতেন?
➖মজলুম আদিব।
➡️কাব্যগ্রন্থ:
প্রথম গান দ্বিতীয় মৃত্যু আগে (এটি তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ),
নিরালােকে দিব্যরথ,
প্রতিদিন ঘরহীন ঘরে,
বিধ্বস্ত নীলিমা,
রৌদ্র করােটিতে,
বন্দী শিবির থেকে,
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,
উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
দুঃসময়ের মুখােমুখি,
নিজ বাসভূমে,
বুক তার বাংলাদেশের হৃদয়,
শূন্যতায় তুমি
শােকসভা,
এক ফোঁটা কেমন অনল।
➡️উপন্যাস:
অক্টোপাস,
অদ্ভুত আধার এক (মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস)।
➡️স্মৃতির শহর’ শামসুর রাহমানের কোন ধরনের গ্রন্থ?
➖আত্মস্মৃতিমূলক গ্রন্থ।
➡️’কালের ধুলােয় লেখা’ শামসুর রাহমানের কোন ধরনের গ্রন্থ?
আত্মজীবনীমূলক গ্রন্থ।
➡️বিখ্যাত কবিতা:
স্বাধীনতা তুমি,
তােমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা,
একটি ফটোগ্রাফ,
আসাদের শার্ট।
➡️স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
➖বন্দী শিবির থেকে।
➡️তােমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
➖বন্দী শিবির থেকে।
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক