শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত প্রথম রচনার নাম কি?
উ: মন্দির

২। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত প্রথম ছােটগল্পের নাম কি?
উ: মন্দির

৩। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত প্রথম উপন্যাসের নাম কি?
উ: বড়দিদি

৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলাের নাম কি কি?
উ: বড়দিদি,
শ্রীকান্ত,
পথের দাবী,
গৃহদাহ,
দেবদাস,
চরিত্রহীন,
দত্তা,
পল্লীসমাজ,
নিষ্কৃতি,
পরিণীতা,
বিরাজ বৌ,
বিপ্রদাস,
দেনা-পাওনা,
বৈকুদ্ঠের উইল,
শেষ প্রশ্ন,
শেষের পরিচয়।

৫। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়?
উ: পথের দাবী

৬। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসকে রাজনৈতিক উপন্যাস বলা হয়?
উ: পথের দাবী

৭। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসকে আত্মজৈবনিক উপন্যাস বলা হয়?
উ: শ্রীকান্ত।

৮। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস/শ্রেষ্ঠ রচনা কোনটি?
উ: শ্রীকান্ত।

৯। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ উপন্যাস কোনটি
উঃ বিপ্রদাস |

১০। শরফ্চন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বিখ্যাত নাটকগুলাে কী কী?
উ: ষােড়শী,
বিজয়া।

১১। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বিখ্যাত প্রবন্ধগুলাে কী কী?
উ: নারীর মূল্য,
তরুণের বিদ্রোহ,
স্বদেশ ও সাহিত্য।

১২। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বিখ্যাত গল্পগ্রন্থগুলাে কী কী?
উ: মেজদিদি,
মহেশ,
ছবি,
বিন্দুর ছেলে,
রামের সুমতি।

১৩। কোন গল্প রচনার জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুন্তলীন পুরস্কার লাভ করেন?
উ: মন্দির।

১৪। বাংলা সাহিত্যে কাকে ‘অপরাজেয় কথাশিল্পী বলা হয়?
উ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

১৫। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে জগত্তারিণী পদক লাভ করেন?
উ: ১৯২৩ সালে।

১৬। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ‘ডি লিট উপাধি লাভ করেন?
উ: ১৯৩৬ সালে।

১৭। অনিলা দেবী ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক

Check Also

বিগত বছরগুলোতে আসা Correct Spelling

বিগত বছরগুলোতে আসা Correct Spelling 1) Mellifluous – সুমধুর/সুললিত [ BDBL – 2012 ] 2) …