লোকসাহিত্য

লোকসাহিত্য

➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের শেকড় সন্ধানী সাহিত্য কি?
উঃ লােকসাহিত্য।

➡️প্রশ্ন: ‘লােকসাহিত্য বলতে কী বােঝায়?
উঃ লােকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান, ছড়া ইত্যাদিকে লােকসাহিত্য বলে।

➡️প্রশ্ন: লােকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি?
উঃ ছড়া।

➡️প্রশ্ন: Folklore Society এর কাজ কি?
উঃ লােকসাহিত্য চর্চা ও সংরক্ষণ।

➡️প্রশ্ন: গীতিকা বলতে কী বােঝায়?
উঃ এক ধরনের আখ্যানমূলক লােকগীতিকে ‘গীতিকা বলা হয়।
গীতিকাকে ইংরেজিতে ‘Ballad’ বলা হয়।

➡️প্রশ্ন: বাংলায় প্রধানত কত ধরনের লােক গীতিকা রয়েছে?
উঃ ৩ ধরনের। (১) মৈয়মনসিংহ গীতিকা, (২) নাথগীতিকা ও (৩) পূর্ববঙ্গ গীতিকা।

➡️প্রশ্ন: ‘মৈয়মনসিংহ গীতিকা বলতে কী বােঝায়?
উঃ বৃহত্তর ময়মনসিংহের ভাটি অঞ্চলে যে গীতিকা বিকাশিত হয়েছিল, তাকে ‘মৈয়মনসিংহ গীতিকা বলে।

➡️প্রশ্ন: মৈয়মনসিংহ গীতিকা সংকলন ও সম্পাদনা করেন কে?
উঃ ড. দীনেশ চন্দ্র সেন।

➡️প্রশ্ন: মৈয়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে?
উঃ চন্দ্রকুমার দে।

➡️প্রশ্ন: মৈয়সনসিংহ গীতিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৯২৩ সালে।

➡️প্রশ্ন: মৈয়মনসিংহ গীতিকা বিশ্বের কয়টি ভাষায় অনূদিত হয়েছে?
উঃ ২৩ টি।

➡️প্রশ্ন: মৈয়মনসিংহ গীতিকার অন্তর্গত উল্লেখযোগ্য গীতিকাগুলাে কি?
উঃ মহুয়া, চন্দ্রাবতী, কাজল রেখা, দেওয়ানা মদিনা প্রভৃতি।

➡️প্রশ্ন: মৈয়মনসিংহ গীতিকার অন্তর্গত শ্রেষ্ঠ গীতিকা কোনটি?
উঃ মহুয়া পলা।

➡️প্রশ্ন: ‘মহুয়া পালাটির রচয়িতা কে?
উঃ দ্বিজ কানাই।

➡️প্রশ্ন: দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে?
উঃ মনসুর বয়াতি।

➡️প্রশ্ন: ‘নাথ গীতিকা কী?
উঃ স্যার জর্জ গিয়ারসন রংপুর অঞ্চলের মুসলমান কৃষকদের কাছ থেকে যে গীতিকা সংগ্রহ করে ‘মানিকচন্দ্র রাজার গান’ নামে প্রকাশ করেন তা
নাথ গীতিকা নামে পরিচিত

➡️প্রশ্ন: ‘পূর্ববঙ্গ গীতিকা কী?
উঃ বৃহত্তর নােয়াখালী ও চট্টগ্রাম অঞ্চল থেকে ড. দীনেশ চন্দ্র সেন যে গীতিকাগুলাে সংগ্রহ করে প্রকাশ করেছিলেন তা পূর্ববঙ্গ গীতিকা নামে পরিচিত।

➡️প্রশ্ন: ‘হারামণি কী?
উঃ প্রাচীন লােকগীতি সংকলন। মুহম্মদ মনসুর উদ্দীন ছিলেন এর সম্পাদক।
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক

 

Check Also

বিগত বছরগুলোতে আসা Correct Spelling

বিগত বছরগুলোতে আসা Correct Spelling 1) Mellifluous – সুমধুর/সুললিত [ BDBL – 2012 ] 2) …