রাজা রামমােহন রায়
➡️রাজা রামমােহন রায় ১৮২৯ সালে লর্ড উইলিয়াম বেন্টিং কর্তৃক সতীদাহ প্রথা রহিতকরণে উল্লেখযােগ্য ভূমিকা পালন করেন।
➡️তিনি একেশ্বর উপাসনার লক্ষ্যে আত্মীয়সভা’ নামে একটি ধর্মীয় সংগঠন স্থাপন করেন।
➡️এছাড়াও তিনি ‘ব্রাহ্ম-সমাজ’ আরেকটি সংগঠন
স্থাপন করেন।
➡️বাংলা প্রবন্ধ রচনার ক্ষেত্রে প্রথম কৃতিত্ব রাজা রামমােহন রায়ের।
➡️তিনি গৌড়ীয় ব্যাকরণ নামে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।
➡️’বেদান্ত গ্রন্থ তাঁর রচিত প্রথম গ্রন্থ।
📒তাঁর অন্যান্য উল্লেখযােগ্য গ্রন্থ হলাে:
➡️বেদান্তসার (তবে বেদান্ত চন্দ্রিকা গ্রন্থের লেখক হলেন- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার),
➡️প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ,
➡️গােস্বামীর সহিত বিচার,
➡️তুহফাত-উল-মুওয়াহিদ্দীন (এটি ফারসি ভাষায় লিখিত একটি গবেষণামূলক গ্রন্থ)।
➡️তাঁকে ১৮৩০ সালে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর ‘রাজা উপাধি প্রদান করেন। (তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
📒কিছু প্রশ্ন
➡️প্র : রামমােহন রায় কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৭৭২ সালে, হুগলির রাধানগর নামক স্থানে (স্থানটি তাঁর পিতার নামে)।
➡️প্র : তাঁর পিতার নাম কি ছিল?
উ : রাধাকান্ত রায়।
➡️প্র : তিনি মূলত কি হিসেবে পরিচিত ছিলেন?
উ : সমাজসংস্কারক, ধর্ম-সংস্কারক, চিন্তাবিদ
ও বহুভাষাবিদ পণ্ডিত।
➡️প্র : আরবি ও পারসি ভাষায় লিখিত তাঁর প্রথম রচনা তুহফাউল মুয়াহিদ্দীন প্রকাশিত হয় কত সালে?
উ: ১৮০৩ সালে।
➡️প্র : এই গ্রন্থের বিষয়বস্তু কি?
উ : একেশ্বরবাদ।
➡️প্র : তিনি কত সালে একেশ্বরবাদ ধর্মমত অনুসারে অনুবাদ ও ভাষ্যসহ বেদান্তসূত্র ও তৎসমর্থক উপনিষদ প্রকাশে ব্রতী হন?
উ: ১৮১৫-১৮১৯ সালে ।
➡️প্র : একেশ্বর উপাসনার উদ্দেশ্যে তিনি কি প্রতিষ্ঠা করেন?
উ : আত্মীয়সভা নামের সংগঠন, ১৮১৫ খ্রিষ্টাব্দে ।
➡️প্র : একেশ্বরবাদের উপর ভিত্তি করে রামমােহন যে ধর্মমত প্রবর্তন করেন তার নাম কি?
উ : ব্রাহ্মধর্মমত ।
➡️প্র : কোন মত প্রকাশের জন্য রক্ষণশীল হিন্দু সমাজের সঙ্গে তাঁর বিরােধ প্রকট হয়ে ওঠে।
উ : হিন্দুধর্মে নিরাকার ব্রহ্মোপাসনাই প্রকষ্ট এই মত।
➡️প্র: তিনি কত সালে ইউনিটারিয়ান কমিটি
নামক একটি ধর্মসভা স্থাপন করেন?
উ: ১৮২১-এ।
➡️প্র : তিনি কবে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় ব্রাহ্ম-সমাজ প্রতিষ্ঠা করেন?
উ : ২০-৮-১৮২৮ তারিখে।
➡️প্র : দেশে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের জন্য ডেভিড হেয়ারের সহায়তায় তিনি কোন কলেজ প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা রাখেন?
উ : ১৮১৭ সালে প্রতিষ্ঠিত হিন্দু কলেজ । এই কলেজের নাম পরে প্রেসিডেন্সি কলেজ হয়।
➡️প্র; তিনি কত সালে নিজ ব্যয়ে কলকাতায় অ্যাংলাে হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন?
উ: ১৮২৩ সালে।
➡️প্র : তার প্রচেষ্টায় লর্ড বেন্টিংক কর্তৃক কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘােষণা করা হয়?
উ : ৪-১২-১৮২৯ তারিখে।
➡️প্র : তাঁর সম্পাদিত পত্রিকাগুলাের নাম কি?
উ : ইংরেজি বাংলা দ্বি-ভাষিক ব্রাহ্মনিক্যাল ম্যাগাজিন ব্রাহ্মণ সেবধি’ (১৮২১).
বাংলায় সম্বাদ কৌমুদী (১৮২১) ও
পারসি ভাষায় ‘মিরাৎ-উল-আখবার (১৮২২)।
➡️প্র: তিনি কত সালে ফরাসি সম্রাট লুই ফিলিপ কর্তৃক সংবর্ধিত হন?
উ: ১৮৩২ সালে।
➡️প্রঃ তার লিখিত গ্রন্থগুলাের নাম কি?
বেদান্তগ্র ন্থ (১৮১৫),
বেদান্তসার(১৮১৫),
ভট্টাচার্যের সহিত বিচার (১৮১৭),
গােস্বামীর সহিত বিচার (১৮১৮),
সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ (১৮১৮),
গৌড়ীয় ব্যাকরণ (১৮৩৩) ইত্যাদি সহ ৩০টি গ্রন্থ।
➡️প্র: বাংলায় প্রবন্ধরচনার প্রথম কৃতিত্ব কার?
উ: রাজা রামমােহন রায়ের।
➡️প্র: রামমােহন রায়ের পরিচয় কি?
উ: সমাজসংস্কারক এবং বাংলা গদ্যের প্রস্তুতিকালীন লেখকদের একজন।
➡️প্র: রামমােহন রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি?
উঃ গৌড়ীয় ব্যাকরণ (১৮৩৩)।
➡️প্রঃ ব্যাকরণ রচনায় রামমােহন স্মরণীয় কেন?
উ: রামমােহন রায় প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।
➡️প্র : বিবিসির জরিপকৃত (২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় তার স্থান কত?
উ : দশম।
➡️প্র : তার মৃত্যু কোথায় কত সালে?
উ: ইংল্যান্ডের ব্রিস্টল শহরে মৃত্যু; ২৭-৯- ১৮৩৩। সেখানেই সমাহিত।
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক