ডেস্ক রিপোর্ট, ঢাকা; করোনাভাইরাসের প্রকোপ অব্যাহত আছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬১ হাজার ২৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসেব থেকে এ তথ্য জানা গেছে। তাতে টানা পাঁচ দিন ষাট হাজারের বেশি আক্রান্ত দেখল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে আটটা (বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬১ হাজার ২৬২ জন মানুষের শরীরে করোনা ধরা পড়েছে। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪৬ লাখ ২০ হাজার, যা বিশ্বের মোট আক্রান্তের এক-চতুর্থাংশের বেশি।
চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৫১ জনের। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৩১৯ জনে। আক্রান্তের মতো মৃত্যুর তালিকায়ও অনেক আগে থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র।
জুনের আগে যুক্তরাষ্ট্র সংক্রমণে কিছুটা কমতির দিকে থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে বাড়তির দিকে আছে। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলো থেকে রেকর্ড সংক্রমণের খবর আসছে।
ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত-মৃত্যুর সংখ্যাটা আরও বেশি। আক্রান্ত ৪৭ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে, আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩ লাখ ৬২ হাজার মানুষ, বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনারোগী ২২ লাখ ৪৩ হাজার।
শনিবার করোনায় মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে ফ্লোরিডায়, ১৭৯ জন। তাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের আটলান্টিক ঘেঁষা অঙ্গরাজ্যটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮৪৩ জনে।
এদিকে, নতুন এক দুর্যোগের মুখে পড়তে যাচ্ছে ফ্লোরিডা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসিয়াস’। এর প্রভাবে সুনামিও সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের সর্বশেষ (০১ আগস্ট ২০২০) তথ্য অনুযায়ী, দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৩২ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ১৯৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৬৬৯টি নমুনা সংগ্রহ ও ৮ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৮৫ হাজার ৬১১ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১১৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জনে।
আমাদের বাণী ডট কম/০২ আগস্ট ২০২০/পিপিএম