যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫০৩

আমাদের বাণী ডেস্ক, ঢাকা; করোনাভাইরাসের দাপটে কোণঠাসা যুক্তরাষ্ট্রের লোকজন। প্রকোপ কিছুটা কমে এলেও থেমে নেই মৃত্যুর মিছিল। রোজ শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছেন। আক্রান্ত হচ্ছেন হাজার হাজার।

  • কোভিড-১৯ ভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হওয়া যুক্তরাষ্ট্রে এরই মধ্যে মৃত্যুর সংখ্যা ১ লাখ ১২ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত ছাড়িয়েছে ২০ লাখ।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মারা গেছেন এক লাখ ১০ হাজার ৫০৩ জন। আক্রান্ত ১৯ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ লাখেরও বেশি মানুষ।

  • আর করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১ লাখ ১২ হাজার ৪৬৯ জন। আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৪৪৯ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৬১ হাজার ৭০৮ জন। চিকিৎসাধীন ৮ লাখ ৭৪ হাজার ১৭৭ জন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জুন মাসের এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ১ হাজারের মতো প্রাণহানি হয়েছে। এপ্রিলের বেশ কয়েক দিন টানা দুই হাজারের বেশি মৃত্যু দেখেছিল দেশটি। সেই তুলনায় বর্তমানে মৃত্যুহার কিছুটা কমেছে।

  • যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। আলাবামা, সাউথ ক্যারোলিনা ও ভার্জিনিয়ায় এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।

রয়টার্সের হিসাবে, সর্বোচ্চ করোনা সংক্রমিত শীর্ষ ২০ দেশের মধ্যে মৃত্যুহারে ৮ম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে প্রতি ১০ হাজার মানুষের মধ্যে মৃত্যুর হার ৩ দশমিক ৩। প্রতি ১০ হাজারে ৮ জনের মৃত্যু নিয়ে সবার শীর্ষে বেলজিয়াম। এর পরেই রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, স্পেন, ইতালি ও সুইডেন।

  • এদিকে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের আশপাশেও নেই কোনো দেশ। আক্রান্তে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, সেখানে ৬ লাখ ৭২ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। আর আক্রান্তে তৃতীয় রাশিয়া, যেখানে ৪ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৭ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৩জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৫৭৮ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৩৯০৩ জন। ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১২ হাজার ৮৪২টি। নমুনা পরীক্ষা করেছি ১৩ হাজার ১৩৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৮৭টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৭৪৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬৫ হাজার ৭৬৯ জন। শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৭৮ জন। মোট সুস্থ হয়েছে ১৩ হাজার ৯০৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪২ জন। তাদের মধ্যে পুরুষ ৩৫ জন, নারী ৭ জন।

আমাদের বাণী ডট কম/০৮ জুন ২০২০/সিসিপি

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …