মুনীর চৌধুরী

মুনীর চৌধুরী

📒নাটক: ‘রক্তাক্ত প্রান্তর’ মুনীর চৌধুরী রচিত প্রথম নাটক। ঐতিহাসিকভাবে এই নাটকটির মূল উপজীব্য ১৭৬১ সালের পানি পথের ৩য় যুদ্ধের কাহিনি। এটি মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।

📒 কবর: কবর নাটকটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। মুনীর চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ থাকাকালীন নাটকটি লিখেছিলেন। নাটকটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাজবন্দীদের দ্বারা প্রথম অভিনীত হয়।

➡️মুনীর চৌধুরী রচিত অন্যান্য নাটকের নাম কী? -দণ্ডকারণ্য,
চিঠি,
মানুষ,
পলাশী ব্যারাক ও অন্যান্য।

➡️অনূদিত নাটক: ‘মুখরা রমণী বশীকরণ’- উইলিয়াম শেক্সপিয়রের “The Taming of the Shrew’- এর অনুবাদ ।
👉 তাঁর আরেকটি উল্লেখযােগ্য অনূদিত নাটক ‘কেউ কিছু বলতে পারে না (জর্জ বানার্ড শ- এর You Never can Tell নাটক থেকে)।

📒প্রবন্ধ গ্রন্থ: মীর মানস। মীর মানস গ্রন্থের জন্য তিনি ‘দাউদ পুরস্কার লাভ করেন।

📒কিছু প্রশ্ন

➡️প্র : মুনীর চৌধুরীর জন্মসাল কত?
উ : ২৭শে নভেম্বর, ১৯২৫।

➡️প্র: তিনি কোথায় জন্মগ্রহণ করেন? পৈতৃক নিবাস কোথায়?
উ : মানিকগঞ্জ, ঢাকা; পৈতৃক নিবাস নােয়াখালি জেলায়।

➡️প্র: তিনি মূলত কি ছিলেন?
উ: শিক্ষাবিদ, নাট্যকার, সমালােচক ও বাগী।

➡️প্র : ভাষা আন্দোলনের উপর রচিত তাঁর বিখ্যাত নাটকের নাম কি?
উ : ‘কবর (১৯৬৬)।

➡️প্র : ‘কবর কবে, কোথায় রচিত ও অভিনীত?
উ : ১৯৫৩ সালে ঢাকা জেলে রচিত ও রাজবন্দিদের দ্বারা অভিনীত।

➡️প্র : কার অনুরােধে তিনি এই নাটক লেখেন?
উ : সাংবাদিক ও প্রাবন্ধিক রণেশ দাশগুপ্তর ।

➡️প্র : তাঁর উদ্ভাবিত বাংলা টাইপ রাইটিং-এর নাম কি? উ : মুনীর অপটিমা।

➡️প্র : তাঁর রচিত অন্যান্য প্রধান নাটকের নাম কি?
উ : রক্তাক্ত প্রান্তর (১৯৬২),
চিঠি (১৯৬৬),
কবর (১৯৬৬),
দণ্ডকারণ্য (১৯৬৬),
পলাশী ব্যারাক ও অন্যান্য (১৯৬৯)।

➡️প্র : রক্তাক্ত প্রান্তরের কাহিনি কোনগ্রন্থ থেকে নেয়া?
উ : কায়কোবাদের মহাশ্মশান।

➡️প্র : তার রচিত অনুবাদ নাটকগুলাোর নাম কি?
উ : কেউ কিছু বলতে পারে না (১৯৬৭),
রূপার কৌটা (১৯৬৯),
মুখরা রমণী বশীকরণ (১৯৭০)।

➡️প্র : তাঁর রচিত প্রবন্ধগ্রন্থগুলাের নাম কি?
উ : মীর মানস (১৯৬৫),
তুলনামূলক সমালােচনা (১৯৬৯),
বাংলা গদ্যরীতি (১৯৭০)।

➡️প্র : তার রচনাগুলাের জন্য তিনি কি কি পুরস্কার লাভ করেন?
উ : রক্তাক্ত প্রান্তর নাটকের জন্য বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২),
মীর মানস গ্রন্থের জন্য দাউদ পুরস্কার (১৯৬৫),
সিতারা-ই-ইমতিয়াজ (খেতাব,১৯৬৬)।

➡️প্র : তাঁর মৃত্যুসাল কত?
উ : নিখোঁজ ১৪ই ডিসেম্বর, ১৯৭১।
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক

Check Also

বিগত বছরগুলোতে আসা Correct Spelling

বিগত বছরগুলোতে আসা Correct Spelling 1) Mellifluous – সুমধুর/সুললিত [ BDBL – 2012 ] 2) …