মুজিবনগর সরকার

মুজিবনগর সরকার

প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার/মুজিবনগর সরকার কবে গঠিত হয়েছিল?

উঃ ১০ এপ্রিল, ১৯৭১।

প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকার/মুজিবনগর সরকার কবে শপথগ্রহণ করেছিল?

উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।

প্রশ্ন: মুজিবনগর দিবস’ বা মুজিবনগর সরকার দিবস কবে?

উঃ ১৭ এপ্রিল। ( যে দিন মুজিবনগর সরকার শপথ নিয়েছিল সেদিন)

প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতার ঘােষণাপত্র জারি করা হয় কবে?

উঃ ১০ এপ্রিল, ১৯৭১। (সূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, সপ্তম তফসিল । তবে বাংলাদেশের স্বাধীনতার ঘােষণাপত্র পাঠ করা হয় ১৭ এপ্রিল, ১৯৭১।

প্রশ্ন: বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘােষণা করা হয়েছিল কবে?

উঃ ১০ এপ্রিল, ১৯৭১। (যেদিন বাংলাদেশের স্বাধীনতার ঘােষণাপত্র জারি করা হয়, সেদিন স্বাধীনতার ঘােষণাপত্র জারির মাধ্যমে। বাংলাদেশ প্রজাতন্ত্রে পরিণত হয়।)

প্রশ্ন: মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতা ঘােষণাপত্র পাঠ করে কখন?

উঃ ১৭ এপ্রিল, ১৯৭১ সালে।

প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা ঘােষণাপত্র পাঠ করা হয় কখন?

উঃ ১৭ এপ্রিল, ১৯৭১ সালে ।

প্রশ্ন: বাংলাদেশের/মুজিবনগর সরকারের স্বাধীনতা ঘােষণাপত্র পাঠ করেন কে?

উঃ অধ্যাপক এম ইউসুফ আলী।

প্রশ্ন: সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?

উঃ ১০ এপ্রিল, ১৯৭১।

প্রশ্ন: মুজিবনগর সরকারের দপ্তর বন্টন করা হয় কোন তারিখে?

উঃ ১৮ এপ্রিল, ১৯৭১।

প্রশ্ন: মুজিবনগর সরকারের মন্ত্রণালয়ের সংখ্যা কত ছিল?

উঃ ১২টি ( দৈনিক প্রথম আলাে, ১১ ডিসেম্বর, ২০১০)

প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের/মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কত ছিল?

উঃ ৬ জন।

প্রশ্ন: মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য সংখ্যা কত ছিল?

উঃ ৬ জন।

প্রশ্ন: মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির সভাপতি/চেয়ারম্যান কে ছিলেন?

উঃ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

প্রশ্ন: মুজিবনগর সরকারের শপথবাক্য পাঠ করান কে?

উঃ অধ্যাপক ইউসুফ আলী।

প্রশ্ন: মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে?

উঃ এম এ মান্নান।

প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের/মুজিবনগর রাজধানী কোথায় ছিল?

উঃ মেহেরপুর জেলার মুজিবনগরে।

প্রশ্ন: মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল?

উঃ ৮ নং থিয়েটার রােড, কলকাতা।

প্রশ্ন: মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় ছিল?

উঃ ৮ নং থিয়েটার রােড, কলকাতা।

প্রশ্ন: মুজিবনগরের পুরাতন নাম কী ছিল?

উঃ বৈদ্যনাথ তলার ভবের পাড়া।

প্রশ্ন: কে বৈদ্যনাথ তলার নাম ‘মুজিবনগর রাখেন?

উঃ তাজউদ্দিন আহমদ।

প্রশ্ন: মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?

উঃ তানভীর কবির। (আর জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন)

প্রশ্ন: মুজিবনগর স্মৃতিসৌধের ফলক কয়টি?

উঃ ২৩টি।

প্রশ্ন: মুজিবনগর স্মৃতিসৌধের আয়তন কত?

উঃ ২০.১০ একর।

প্রশ্ন: মুজিবনগর স্মৃতিসৌধের উদ্বোধন করা হয় কবে?

উঃ ১৯৮৭ সালে। (আর জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়- ১৯৮২ সালে)

প্রশ্ন: মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

প্রশ্ন: মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতি/অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?

উঃ সৈয়দ নজরুল ইসলাম।

প্রশ্ন: মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উঃ তাজউদ্দিন আহমদ।

প্রশ্ন: মুজিবনগর সরকারের প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন?

উঃ তাজউদ্দিন আহমদ।

প্রশ্ন: মুজিবনগর সরকারের পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী কে ছিলেন?

উঃ খন্দকার মােশতাক আহমেদ।

প্রশ্ন: মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য, শিল্প ও যােগাযােগ মন্ত্রী ছিলেন কে?

উঃ ক্যাপ্টেন এম. মনসুর আলী।

প্রশ্ন: মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও দুর্যোগ ব্যস্থাপনা মন্ত্রী ছিলেন কে?

উঃ এ.এইচ.এম কামারুজ্জামান

প্রশ্ন: মুজিবনগর সরকার মুজিবনগর থেকে ঢাকা ফিরে কবে?

উঃ ২২ ডিসেম্বর, ১৯৭১।

প্রশ্ন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?

উঃ ক্যাপ্টেন এ কে খন্দকার।

প্রশ্ন: মুজিবনগর সরকারের বহির্বিশ্বে বিশেষ দূত কে ছিলেন?

উঃ বিচারপতি আবু সাঈদ চৌধুরী।

প্রশ্ন: মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন?

উঃ রুহুল কুদ্দুস।

প্রশ্ন: মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদ সচিব (কেবিনেট সেক্রেটারি) কে ছিলেন?

উঃ এইচ. টি. ইমাম (হােসেন তাওফিক ইমাম)।

নোটঃ

‘স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় পল্টন ময়দানে ১৯৭১ সালের ৩ মার্চ ছাত্রলীগ ও ডাকসু নেতৃবৃন্দ কর্তৃক।
আর স্বাধীনতার ঘােষণাপত্র পাঠ করা হয় মেহেরপুর জেলার মুজিবনগরে ১৯৭১ সালের ১৭ এপ্রিল।

আবার স্বাধীনতার ঘােষণা দেয়া হয় ধানমন্ত্রি ৩২ নং বাড়ি থেকে ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে; অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক।
কিন্তু পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে ঢাকার রেইসকোর্স ময়দানে (বর্তমান সােহরাওয়ার্দী উদ্যানে) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।

আর সেই রেইসকোর্স ময়দানে (বর্তমান সােহরাওয়ার্দী উদ্যানে) ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদান করেছিলেন।)

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …