মুঘল আমল

মুঘল আমল

প্রশ্ন: কোন যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে মােঘল শাসনামল প্রতিষ্ঠিত হয়?

উঃ পানি পথের প্রথম যুদ্ধের মাধ্যমে।

প্রশ্ন: পানি পথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়?

উঃ ১৫২৬ সালে। ( পানি পথে মােট ৩টি যুদ্ধ হয়েছিল
১৫২৬, ১৫৫৬ ও ১৭৬১ খ্রিস্টাব্দে)

প্রশ্ন: পানি পথের প্রথম যুদ্ধ কার মধ্যে সংঘটিত হয়?

উঃ ইব্রাহিম লােদী ও সম্রাট বাবরের মধ্যে।

প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উঃ জহিরউদ্দীন মুহাম্মদ বাবর (বাবর অর্থ বাঘ)।

প্রশ্ন: মুঘল সম্রাটদের মধ্যে প্রথম কে আত্মজীবনী লিখেন?

উঃ সম্রাট বাবর।

প্রশ্ন: সম্রাট বাবরের আত্মজীবনীর নাম কী?

উঃ তুজুক-ই-বাবর’ বা বাবরনামা।

প্রশ্ন: ভারতবর্ষে জন্মগ্রহণকারী প্রথম মােঘল সম্রাট কে?

উঃ সম্রাট আকবর।

প্রশ্ন: কোন যুদ্ধের ফলে বাংলাদেশ/বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়?

উঃ রাজমহলের যুদ্ধের মাধ্যমে। (আর ভারববর্ষ মােঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়- পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে)

প্রশ্ন: রাজমহলের যুদ্ধ সংঘটিত হয় কবে?

উ: ১৫৭৬ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: কার কার মধ্যে রাজমহলের যুদ্ধ সংঘটিত হয় কবে?

উ: মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবর ও বাংলা সালতানাতের দাউদ খান কররানীর মধ্যে।

প্রশ্ন: কোন যুদ্ধের মাধ্যমে বাংলা সালতানাতের পতন ঘটে?

উঃ রাজমহলের যুদ্ধ (আর দিল্লি সালতানাতের পতন ঘটে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে)।

প্রশ্ন: বাংলায় মােঘল শাসনের প্রতিষ্ঠাতা কে?

উঃ সম্রাট আকবর (আর ভারতবর্ষে মােঘল শাসনের প্রতিষ্ঠাতা- সম্রাট বাবর)

প্রশ্ন: উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কোন আমলে?

উঃ মুঘল আমলে। (আর বিশ্বে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয়- ইতালিতে)

প্রশ্ন: লালবাগে পরিবিবির সমাধিসৌধ কে তৈরি করেন?

উঃ শায়েস্তা খান।

প্রশ্ন: পরীবিবি কে ছিলেন?

উঃ নবাব শায়েস্তা খানের কন্যা।

প্রশ্ন: পরীবিবির আসল নাম কী?

উঃ ইরান দুখত।

প্রশ্ন: শায়েস্তা খান কোন সালে সুবেদার হয়ে বাংলায় আসেন?

উঃ ১৬৬৪ সালে।

প্রশ্ন: কোন সালে সুবাদার ইসলাম খান ঢাকায় বাংলায় রাজধানী স্থাপন করেন?

উঃ ১৬১০ সালে।

প্রশ্ন: কোন নগরী মুঘল আমলে সুবেহ বাংলার রাজধানী ছিল?

উঃ ঢাকা।

প্রশ্ন: কার আমলে লালবাগের শাহী মসজিদ নির্মিত হয়?

উঃ শাহজাদা আযম শাহের আমলে।

প্রশ্ন: শাহজাদা আযম শাহ কোন সালে লালবাগ দুর্গের নিমার্ণ কাজ আরম্ভ করেন?

উঃ ১৬৭৮ সালে। (আর সমাপ্ত করেন শায়েস্তা খান)

প্রশ্ন: কাদের রাজত্বকালে বিশ্ব বিখ্যাত মসলিন বস্ত্র তৈরি হত?

উঃ মুঘল আমলে।

প্রশ্ন: কোন আমলে মসলিন শাড়ির ব্যাপক প্রসার ঘটে?

উঃ মুঘল আমলে।

প্রশ্ন: ঈসা খানের রাজধানী কোথায় ছিল?

উঃ সােনারগাঁয়ে ।

প্রশ্ন: কোন আমলে সােনারগাঁও বাংলার রাজধানী ছিল?

উঃ মােঘল আমলে।

প্রশ্ন: রাজস্ব আদায়ের জন্য কে ইজারাদারী প্রথা প্রবর্তন করেন?

উঃ মুর্শিদকুলি খান।

প্রশ্ন: সম্রাট আকবর বাংলা জয় করেন কবে?

উঃ ১৫৭৬ সালে।

প্রশ্ন: চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে?

উঃ সুবেদার শায়েস্তা খান। (আর ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন সুবেদার ইসলাম খান)

প্রশ্ন: ইসলাম খান কোথা থেকে ঢাকায় রাজধানী স্থাপন করেন?

উঃ রাজমহল থেকে।

প্রশ্ন: কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন?

উঃ নবাব মুর্শিদকুলি খান

প্রশ্ন: ঢাকার দোলাই খাল কে খনন করেন?

উঃ সুবেদার ইসলাম খান।

প্রশ্ন: পানিপথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় কোন সালে?

উঃ ১৫৫৬ সালে।

প্রশ্ন: পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে অনুষ্ঠিত হয়?

উঃ আকবরের সেনাপতি বৈরাম খান ও হিমুর ।

প্রশ্ন: পানিপথের তৃতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় কোন সালে?

উঃ ১৭৬১ সালে।

প্রশ্ন: পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে অনুষ্ঠিত হয়?

উঃ আহমেদ শাহ আবদালী ও মারাঠাদের মধ্যে।

প্রশ্ন: সম্রাট হুমায়ূন ও শের শাহের মধ্যে চৌসার যুদ্ধ’ সংঘটিত হয় কবে?

উঃ ১৫৩৯ সালে (এই যুদ্ধে হুমায়ূন পরাজিত হন)

প্রশ্ন: শেরশাহ কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেন?

উঃ কনৌজের যুদ্ধ। (১৫৪০ খ্রিস্টাব্দে)

প্রশ্ন: সম্রাট হুমায়ূন দিল্লির সিংহাসন পুরুষ্কার করেন কবে?

উঃ ১৫৫৫ খ্রিস্টাব্দে (সিংহাসন হারানাের ১৫ বছর পর)।

প্রশ্ন: সম্রাট হুমায়ূন কীভাবে মারা যান?

উঃ ১৫৫৬ খ্রিস্টাব্দে সিড়ি থেকে পড়ে।

প্রশ্ন: ‘কবুলিয়ত ও ‘পাট্টা প্রথার প্রচলন করেন কে?

উঃ শেরশাহ

প্রশ্ন: ভারতবর্ষে ঘােড়ার ডাকের প্রচলন করেন কে?

উঃ শেরশাহ।

প্রশ্ন : ভারতবর্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন?

উঃ আলাউদ্দিন খিলজী

প্রশ্ন: “কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন কে?

উঃ শেরশাহ।

প্রশ্ন: কোন শাসক দিল্লি থেকে ইংরেজদের বিতারিত করেন?

উঃ শেরশাহ।

প্রশ্ন: গ্রান্ড ট্রাঙ্ক রােড’ কে নির্মাণ করেন?

উঃ শেরশাহ।

প্রশ্ন: ‘দাম নামক মুদ্রা দিল্লির কোন সুলতানের সময় প্রচলিত ছিল?

উঃ শেরশাহ।

প্রশ্ন: বাংলাকে কে জান্নাতাবাদ বলে ঘােষণা করেন?

উঃ সম্রাট হুমায়ুন।

প্রশ্ন: আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স কত?

উঃ ১৩ বছর।

প্রশ্ন: সম্রাট আকবরের প্রবর্তিত ধর্মের নাম কী?

উঃ দ্বীন-ই-ইলাহী।

প্রশ্ন: ‘মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন?

উঃ সম্রাট আকবর।

প্রশ্ন: ‘রাজপুত প্রথা কে প্রবর্তন করেন?

উঃ সম্রাট আকবর।

প্রশ্ন: সম্রাট আকবরের জীবনী লিখেন কে?

উঃ আকবরের সভাকবি আবুল ফজল।

প্রশ্ন: সম্রাট আকবরের জীবনীর নাম কী?

উঃ আইন-ই-আকবরী।

প্রশ্ন: ‘আইন-ই-আকবরী গ্রন্থের লেখক কে?

উঃ আবুল ফজল।

প্রশ্ন: কার আমলে সমগ্র বাংলা ‘সুবহ-ই-বাঙ্গালাহ নামে পরিচিত ছিল?

উঃ সম্রাট আকবর।

প্রশ্ন: কার শাসনামল থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল ‘বাঙ্গালাহ নামে পরিচিত হতে থাকে?

উঃ সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ।

প্রশ্ন: বাংলা সনের/বাংলা নববর্ষের প্রবর্তন করেন কে?

উঃ মােঘল সন্ত্রাট আকবর।

প্রশ্ন: কোন সালে বাংলা সন বাংলা নববর্ষের প্রবর্তন করা হয়?

উঃ ১৫৮৪ খ্রিস্টাব্দে। তবে ১৫৫৬ খিস্টাব্দকে ভিত্তি বছর ধরে বাংলা সাল গণনা শুরু হয়। কারণ ১৫৫৬ খ্রিস্টাব্দে সম্রাট আকবর দিল্লির সিংহাসনে বসেন।

প্রশ্ন: কোন মুঘল সম্রাট “জিজিয়া কর রহিত করেন?

উঃ সম্রাট আকবর।

প্রশ্ন: সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন?

উঃ টোডরমল।

প্রশ্ন: ‘অমৃতসর স্বর্ণ মন্দির কোন সম্রাটের আমলে তৈরি হয়?

উঃ সম্রাট আকবরের।

প্রশ্ন: কোন মােঘল সম্রাট বুলান্দ দরওয়াজা নির্মাণ করেন?

উঃ সম্রাট আকবর।

প্রশ্ন: সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত?

উঃ সেকেন্দ্রায়।

প্রশ্ন: কোন মুঘল সম্রাট Prince of Builders’ নামে খ্যাত?

উঃ সম্রাট শাহজাহান।

প্রশ্ন: দিল্লির দেওয়ান-ই-আম’ ও ‘দেওয়ান-ই-খাস’ নির্মাণ করেন কে?

উঃ সম্রাট শাহজাহান।

প্রশ্ন: আগ্রার জামে মসজিদ নির্মাণ করেন কে?

উঃ সম্রাট শাহজাহান।

প্রশ্ন: ময়ূর সিংহাসনের নির্মাতা কে ছিলেন ?

উঃ সম্রাট শাহজাহান।

প্রশ্ন: ময়ূর সিংহাসন কে লুণ্ঠন করেন?

উঃ পারস্যের নাদির শাহ (১৭৩৯)।

প্রশ্ন: ময়ূর সিংহাসন বর্তমানে রক্ষিত আছে?

উঃ ইরানে।

প্রশ্ন: দিল্লির ‘লাল কেল্লা কে নির্মাণ করেন?

উঃ শাহজাহান।

প্রশ্ন: সর্বশেষ মােগল সম্রাট কে?

উঃ বাহাদুর শাহ জাফর; যার অপর নাম দ্বিতীয় বাহাদুর শাহ।

প্রশ্ন: সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি কোথায় অবস্থিত?

উঃ রেঙ্গুন (ইয়াঙ্গুন), মিয়ানমার।

প্রশ্ন: মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?

উঃ শিবাজি।

প্রশ্ন: হুসেনী দালান (ইমাম বাড়ি) কে নির্মাণ করেন?

উঃ মীর মুরাদ।

প্রশ্ন: ঢাকার সাত গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন?

উঃ সুবেদার শায়েস্তা খাঁ।

প্রশ্ন: কোন মুঘল সুবেদার ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন?

উঃ সুবেদার ইসলাম খান।

প্রশ্ন: কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন?

উঃ শায়েস্তা খান।

প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের পতন ঘটে কবে?

উঃ ১৮৫৭ সালে। ( ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ১৮৫৮ সালে। অর্থাৎ, ১৮৫৭ সালে উপমহাদেশে সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার কিছু দিন পর ১৮৫৮ সালে ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়া কর্তৃক ভারতীয় উপমহাদেশের শাসনভার গ্রহণ করলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। তখন ভারতবর্ষে সরাসরি রানি ভিক্টোরিয়ার শাসন শুরু হয়।)

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …