মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা

প্রশ্ন: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক কে ছিলেন?

উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি/ সামরিক বাহিনীর প্রধান কে ছিলেন?

উঃ এম.এ.জি ওসমানী ।

প্রশ্ন: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে উপ-প্রধান সেনাপতি কে ছিলেন?

উঃ এ. কে. খন্দকার।

প্রশ্ন: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?

উঃ এ. কে. খন্দকার।

প্রশ্ন: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চিফ অব স্টাফ কে ছিলেন?

উঃ কর্নেল এম এ রব।

প্রশ্ন: ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন?

উঃ জেনারেল হামিদ খান। (আর ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তান তথা ইস্টার্ন অঞ্চলের প্রধান ছিলেন আমির আব্দুল্লাহ খান নিয়াজী)

প্রশ্ন: বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?

উঃ আ স ম আব্দুর রব। (আর কিন্তু বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলনকারী হলেন- এম হােসেন আলী)

প্রশ্ন: বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?

উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।

প্রশ্ন: প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?

উঃ ০২ ই মার্চ, ১৯৭১।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকা দিবস’ কবে?

উঃ ০২ ই মার্চ।

প্রশ্ন: কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?

উঃ ০৩ মার্চ, ১৯৭১ সালে পল্টন ময়দানে।

প্রশ্ন: ১৯৭১ সালের কোন তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক অহযােগ আন্দোলন শুরু হয়?

উঃ ১৯৭১ সালের ২ মার্চ।

প্রশ্ন: বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোথায় পেশ করেন?

উঃ ঢাকার রেইসকোর্স ময়দানে (বর্তমান সােহরাওয়ার্দী উদ্যানে)

প্রশ্ন: বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সময় কোন আন্দোলন চলছিল?

উঃ অসহযােগ আন্দোলন।

প্রশ্ন: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের বিষয়বস্তু কয়টি ছিল?

উঃ ৪টি।

প্রশ্ন: কোনটিকে বাংলাদেশের স্বাধীনতার পরােক্ষ ঘােষণা হিসেবে অবহিত করা হয়?

উঃ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে।

প্রশ্ন: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র কোনটি?

উঃ চাষী নজরুল ইসলামের ‘ওরা ১১ জন।

প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র কোনটি?

উঃ পলাশী থেকে ধানমণ্ডি।

প্রশ্ন: পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে?

উঃ আবদুল গাফফার চৌধুরী ( ‘পলাশী থেকে ধানমন্ডি’ নামে তিনি উপন্যাসও লিখেন

প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতার ঘােষণা করা হয় কখন?

উঃ ২৬ মার্চ, ১৯৭১। (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক)

প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘােষণা করেন?

উঃ ওয়্যারলেসের মাধ্যমে। (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, যষ্ঠ তফসিল অনুযায়ী)

প্রশ্ন: আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘােষণা করা হয় কখন?

উঃ ১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক।
( বাংলাদেশের ইতিহাস, ড. আবু মােঃ দেলােয়ার হােসেন, পৃ. ৪২২)

প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা ঘােষণাপত্র পাঠ করা হয় কখন?

উঃ ১৭ এপ্রিল, ১৯৭১ সালে।

প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা ঘােষণাপত্র পাঠ করা হয় কোথায়?

উঃ মুজিবনগরে।

প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা ঘােষণাপত্র পাঠ করেন কে?

উঃ অধ্যাপক এম ইউসুফ আলী।

প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতার ঘােষণাপত্রের রচয়িতা ছিলেন কে?

উঃ ব্যারিস্টার এম. আমির-উল ইসলাম।

প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরােধ গড়ে তােলেন কারা?

উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরােধ কবে, কোথায় সংগঠিত হয়?

উঃ ১৯ মার্চ, ১৯৭১ সালে গাজীপুরে ।

প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন?

উঃ ০৮ জানুয়ারি ১৯৭২।

প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে স্বদেশে প্রত্যাবর্তন করেন?

উঃ ১০ জানুয়ারি, ১৯৭২।

প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় বন্দী ছিলেন?

উঃ পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে।

প্রশ্ন: ‘এ দেশের মানুষ চাই না, মাটি চাই- এই উক্তি কার?

উঃ পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের।

প্রশ্ন: লােকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না- বঙ্গবন্ধু সম্পর্কে এই দাম্ভিক উক্তি কার?

উঃ পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের।

প্রশ্ন: প্রথম কোন কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?

উঃ ভারতের দিল্লিতে তল্কালীন পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি কে এম শিহাব উদ্দিন ও ভারতের দিল্লিতে তৎকালীন পাকিস্তান হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট আমজাদুল হক (৬ এপ্রিল ১৯৭১ সালে)

প্রশ্ন: প্রথম কোন কূটনীতিক বাংলাদেশ সরকারের প্রতি/মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন?

উঃ কলকাতায় পাকিস্তান ডেপুটি হাইকমিশনের প্রধান এম হােসেন আলী।
(ব্যাখ্যা: ৬ এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশ সরকার তখনাে গঠিত হয়নি; তবে বাংলাদেশের স্বাধীনতা ২৬ মার্চেই ঘােষণা করা হয়। কিন্তু বাংলাদেশের প্রথম সরকার বা মুজিনগর সরকার শপথ নেয় ১৭ এপ্রিল ১৯৭১ সালে আর এম হােসেন আলী বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন ১৮ এপ্রিল ১৯৭১ সালে ।)

প্রশ্ন: বিদেশের মাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী প্রথম ব্যক্তি/কূটনৈতিক কে?

উঃ এম হােসেন আলী।

প্রশ্ন: বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলনকারী প্রথম ব্যক্তি/কূটনৈতিক কে?

উঃ এম হােসেন আলী।

প্রশ্ন: সাইমন ড্রিং কে ছিলেন?

উঃ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক।

প্রশ্ন: সর্বপ্রথম পাকিস্তানিদের বর্বরতার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন কে?

উঃ ব্রিটিশ দৈনিক পত্রিকা দ্য ডেইলি টেলিগ্রাফ’ এর সাংবাদিক সাইমন ড্রিং।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?

উঃ ১৮ এপ্রিল, ১৯৭১; ভারতের কলকাতায়।

প্রশ্ন: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?

উঃ ১১ টি।

প্রশ্ন: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র দেশকে কতটি সাব-সেক্টরে বিভক্ত করা হয়েছিল?

উঃ ৬৪ টি।

প্রশ্ন: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র দেশকে কতটি ‘ব্রিগেড ফোর্স’ বিভক্ত করা হয়েছিল?

উঃ ৩টি।
যথা: কে-ফোর্স, এস-ফোর্স, জেড-ফোর্স।
( প্রতিটি ফোর্সের প্রধানের ইংরেজি নামের আদ্যাক্ষর দিয়ে ফোর্সের নামকরণ করা হয়।
যেমন: ‘কে-ফোর্স- খালেদ মােশাররফ এস-ফোর্স- সফিউল্লাহ; জেড-ফোর্স- জিয়াউর রহমান)

প্রশ্ন: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র দেশকে কতটি ‘রাজনৈতিক যুদ্ধ অঞ্চলে বিভক্ত করা হয়েছিল?

উঃ ৪টি।
(পূর্ব অঞ্চল, পশ্চিম অঞ্চল, উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল)।

প্রশ্ন: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সরকার সমগ্র দেশকে কতটি ‘যুদ্ধ অঞ্চলে বিভক্ত করেছিলেন?

উঃ ৪টি।
(কুমিল্লা অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল, সিলেট অঞ্চল, দক্ষিণ-পশ্চিম অঞ্চল)।

প্রশ্ন: কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?

উঃ ১০ নং সেক্টর।

প্রশ্ন: ১০ নং সেক্টর কিভাবে গঠিত হয়েছিল?

উঃ ফ্রান্সে প্রশিক্ষণরত ৮ জন বাঙালি নৌ-কর্মকর্তা দ্বারা গঠিত হয়েছিল। ( বাংলাপিডিয়া)

প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সময় কোন সেক্টর ব্যতিক্রম ছিল?

উঃ ১০ নং সেক্টর।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল?

উঃ ২ নং সেক্টর।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরের অধীনে ছিল?

উঃ ৮ নং সেক্টর।

প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি ব্রিগেড ফোর্স আকারে ভাগ করা হয়েছিল?

উঃ ৩ টি।

প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে যে ব্রিগেড ফোর্স আকারে ভাগ করা হয়েছিল তার নাম কী কী?

উঃ ১। এস-ফোর্স: মেজর সফিউল্লাহ
২। কে-ফোর্স: মেজর খালেদ মােশাররফ
৩। জেড ফোর্স: মেজর জিয়াউর রহমান
( তাদের নামের ইংরেজি প্রথম অক্ষর দিয়ে নামকরণ করা হয়েছে)

প্রশ্ন: মুক্তিবাহিনী কখন গঠন করা হয়?

উঃ ১৯৭১ সালের ১১ জুলাই। তিথ্যসূত্র: দৈনিক প্রথম আলাে, ১৪ আগস্ট, ২০১৬

প্রশ্ন: মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?

উঃ জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানি (এম.এ.জি. ওসমানি)

প্রশ্ন: মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্স আকারে ভাগ করা হয়েছিল?

উঃ ৩ টি। তথ্যসূত্র: দৈনিক প্রথম আলাে, ১৪ আগস্ট, ২০১৬]

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় মুক্তিযােদ্ধাদের প্রিয় স্লোগান কী ছিল?

উঃ জয় বাংলা। তথ্যসূত্র: দৈনিক প্রথম আলাে, ১৪ আগস্ট, ২০১৬]

প্রশ্ন: ‘মুজিব বাহিনী কোথায় গঠিত হয়?

উঃ ভারতের উত্তরাখণ্ডের রাজ্যের দেরাদুনে।

প্রশ্ন: ‘মুজিব বাহিনী’-কে কোথায় প্রশিক্ষণ দেয়া হতাে?

উঃ মেজর উবানের প্রত্যক্ষ তত্ত্বাবানে ভারতের উত্তরাখণ্ডের রাজ্যের দেরাদুনে।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিব বাহিনী’ এর প্রধান কে ছিলেন?

উঃ শেখ ফজলুল হক মণি।

প্রশ্ন: ‘মুজিব বাহিনী’ এর অপর নাম কী ছিল?

উঃ বাংলাদেশ লিবারেশন ফোর্স।

প্রশ্ন: মুক্তিবাহিনী (যার প্রথম নাম ছিল- মুক্তিফৌজ) গঠিত হয় কবে?

উ: ১১ জুলাই, ১৯৭১ সালে।

প্রশ্ন: মুক্তিবাহিনী বা মুক্তিফৌজ কোথায় গঠিত হয়?

উঃ হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়ায়।

প্রশ্ন: কার নেতৃত্বে মুক্তিবাহিনী বা মুক্তিফৌজ গঠিত হয়?

উঃ জেনারেল এম এ জি ওসমানী।

প্রশ্ন: মুক্তিবাহিনী বা মুক্তিফৌজ এর প্রধান কে ছিলেন?

উঃ জেনারেল এম এ জি ওসমানী।

প্রশ্ন: মহান মুক্তিযুদ্ধের প্রথম সেনা দপ্তরের স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?

উঃ হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়ায় ।।

প্রশ্ন: স্বাধীন বাংলা ফুটবল দল কবে গঠিত হয়?

উঃ ১৯৭১ সালে।

প্রশ্ন: স্বাধীন বাংলা ফুটবল দল কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল?

উঃ ৩৬ জন সদস্য।

প্রশ্ন: অপারেশন বিগ বার্ড কী?

উঃ ১৯৭১ সালের দিবাগত রাতে অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করার জন্য পাকিস্তানি বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশনের নাম।

প্রশ্ন: অপারেশন বিগ বার্ড পরিচালনার নেতৃত্ব দেন কে?

উঃ লেফটেন্যান্ট কর্নেল জহির আলম খান ও মেজর বেলাল ।

প্রশ্ন: “অপারেশন সার্চলাইট কী?

উঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৫-ই মার্চ কালাে। রাত থেকে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী। কর্তৃক নিরস্ত্র বাঙালির উপর পরিচালিত গণহত্যা।

প্রশ্ন: ১৯৭১ সালে ‘অপারেশন সার্চলাইট এর প্রথম পর্যায়ের সময়কাল কত?

উঃ ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে মে মাসের মধ্য পর্যন্ত।

প্রশ্ন: ১৯৭১ সালে ‘অপারেশন সার্চলাইট’ এর মূল পরিকল্পনাকারী কে ছিলেন?

উঃ মেজর জেনারেল রাও ফরমান আলী।

প্রশ্ন: ১৯৭১ সালে ঢাকা শহরে ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনার মূল দায়িত্বে কে ছিলেন?

উঃ মেজর জেনারেল রাও ফরমান আলী।

প্রশ্ন: ১৯৭১ সালে ঢাকা শহর ব্যতীত বাংলাদেশের (পূর্ব পাকিস্তানের) অন্যান্য অঞ্চলে ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনার মূল দায়িত্বে কে ছিলেন?

উঃ মেজর জেনারেল খাদিম হােসেন রাজা।

প্রশ্ন: ১৯৭১ সালের অপারেশন সার্চলাইট এর সার্বিক অবস্থা পর্যবেক্ষণের (মনিটরিংয়ের) দায়িত্বে কে ছিলেন?

উঃ জেনারেল টিক্কা খান।

প্রশ্ন: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের ব্যাপক হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নেতৃত্ব কে দিয়ে ছিলেন?

উঃ পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান।

প্রশ্ন: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের ব্যাপক হত্যাকাণ্ডের এদেশীয় কোন দুটি সংগঠন জড়িত ছিল?

উঃ আল-বদর ও আল-শামস।

প্রশ্ন: ‘অপারেশন জ্যাকপট কী?

উঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৫ আগস্ট ১৪৮জন বাঙালি নৌ-কমান্ডাে বাহিনী কর্তৃক পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে নৌ সেক্টরে’ তথা ১০ নং সেক্টরে একযােগে ৪টি বন্দরে (চট্টগ্রাম, মংলা, নারায়ণগঞ্জ ও চাঁদপুর) পরিচালিত নৌ-কমান্ডাে বাহিনীর প্রথম অভিযান। এই অভিযানের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর এম. ভি. আব্বাস ও এম. ভি. হরমুজসহ ২৬টি পণ্য ও সমরাস্ত্রবাহী জাহাজ ও
গানবােট ধ্বংস করা হয়।

[এখানে উল্লেখ্য যে, এ অপারেশনে চট্টগ্রাম বন্দরে নৌ-কমান্ডাে গ্রুপের নেতৃত্ব দেন- সাবমেরিনার আবদুল ওয়াহেদ চৌধুরী (বীরউত্তম), মংলা বন্দরে নৌ-কমান্ডাে গ্রুপের নেতৃত্ব দেন- সাবমেরিনার আহসানউল্লাহ (বীরপ্রতীক), চাঁদ নদীবন্দরে নেতৃত্ব দেন- সাবমেরিনার বদিউল আলম (বীর উত্তম) ও নারায়ণগঞ্জ নদীবন্দরে নেতৃত্ব দেন সাবমেরিনার আবদুর রহমান (বীরবিক্রম) ও শাহজাহান সিদ্দিক (বীরবিক্রম) ।]

প্রশ্ন: ‘ক্র্যাক প্লাটুন কী?

উঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গঠিত একটি গেরিলা দল। যারা ঢাকা শহরে পাকিস্তানি বাহিনীর উপর অতর্কিত হামলা চালাতাে।

প্রশ্ন: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পােড়ামাটির নীতি’ গ্রহণ করেছিল কে?

উঃ পাকিস্তানের সেনাবাহিনী।

প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে আর্থিক সহযােগিতা করার জন্য কে কনসার্ট ফর বাংলাদেশ আয়ােজন করেন?

উঃ জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর।

প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে আর্থিক সহযােগিতা করার জন্য কোথায় কনসার্ট ফর বাংলাদেশ’ আয়ােজন করা হয়?

উঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ারে।
( জাতিসংঘের সদর দপ্তর যে শহরে সেই শহরে এই অনুষ্ঠান হয়েছিল, যেন সারাবিশ্বের নেতারা সহজে জানতে পারে)

প্রশ্ন: ‘কনসার্ট ফর বাংলাদেশ’ সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করেন কে?

উঃ জর্জ হ্যারিসন।

প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কনসার্ট ফর বাংলাদেশ’ এর প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

উঃ জর্জ হ্যারিসন। ( দৈনিক প্রথম আলাে, ১২ ডিসেম্বর, ২০১৬]

প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ‘কনসার্ট ফর বাংলাদেশ এর প্রধান উদ্যোক্তা জর্জ হ্যারিসনের ব্যান্ড দলেরর নাম কী ছিল?

উঃ বিটলস।

প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠানের আয়ােজন করা হয় কখন?

উঃ ১৯৭১ সালের ১ আগস্ট।

প্রশ্ন: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ‘সেপ্টেম্বর অন যশাের রােড’ নামে বিখ্যাত কবিতাটি কে রচনা করেন?

উঃ আমেরিকান কবি এলেন জিন্সবার্গ।

প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন তাঁর নাম কী ছিল?

উঃ মাদার মারিও ভেরেনজি।

প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য কোন ফরাসি সাহিত্যিক ইচ্ছা পােষণ করেন?

উঃ আঁদ্রে ময়রা।

প্রশ্ন: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?

উঃ ২১ নভেম্বর, ১৯৭১। ( আর ‘ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী’ এর অফিসিয়াল নাম ছিল ‘মিত্র বাহিনী’)

প্রশ্ন: ১৯৭১ সালে কার নেতৃত্বে ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠিত হয়?

উঃ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরােরা।

প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ বাহিনীর প্রধান কে ছিলেন?

উঃ ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরােরা।

প্রশ্ন: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান কবে ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে
যুদ্ধ ঘােষণা করে?

উঃ ৩ ডিসেম্বর, ১৯৭১ সালে।

প্রশ্ন: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান কবে ভারতের ভূখণ্ডে হামলা চালায়?

উঃ ৩ ডিসেম্বর, ১৯৭১ সালে।

প্রশ্ন: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত কবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করে?

উঃ ৪ ডিসেম্বর, ১৯৭১ সালে।

প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু করে?

উঃ ৬ ডিসেম্বর, ১৯৭১।

প্রশ্ন: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন তারিখে পাকিস্তান ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে?

উঃ ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?

উঃ যশাের জেলা। শত্রুমুক্ত হয় ৬ ডিসেম্বর, ১৯৭১]

প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?

উঃ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরােরা। (উল্লেখ্য যে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সেনাবাহিনীর প্রধান ছিলেন- জেনারেল স্যাম মানেকশ)

প্রশ্ন: পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পণ করেন?

উঃ জেনারেল এ. এ. কে নিয়াজি।

প্রশ্ন: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?

উঃ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সােহরাওয়ার্দী উদ্যানে।)

প্রশ্ন: লেফটেন্যান্ট জেনারেল এ. এ. কে নিয়াজি ঢাকার রেইসকোর্স ময়দানে কার নিকট আত্মসমর্পণ করেন?

উঃ জেনারেল জগজিৎ সিং অরােরার।

প্রশ্ন: আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?

উঃ বিমান বাহিনীর প্রধান এয়ার কমােডর এ কে খন্দকার।

প্রশ্ন: কোন পাক সেনানায়ক সর্বপ্রথম আত্মসমর্পণ করেন?

উঃ মেজর জেনারেল জামশেদ।

প্রশ্ন: জেনারেল এ. এ. কে নিয়াজিআত্মসমর্পণের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর সংখ্যা কত ছিল?

উঃ ৯৩ হাজার।

প্রশ্ন: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলা সন অনুযায়ী তারিখ কত ছিল?

উঃ ১ পৌষ, ১৩৭৮ বঙ্গাব্দ; বৃহস্পতিবার ( ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছিল)

প্রশ্ন: কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?

উঃ আবদুস সাত্তার।

প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র’ নামক কথিকা কে পাঠ করতেন?

উঃ এম. আর. আখতার মুকুল।

প্রশ্ন: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ANNIHILATE THESE DEMONS’ বা এই জানােয়ারদের হত্যা করতে হবে’, শিরােনামে জেনারেল ইয়াহিয়া খানের মুখচ্ছবি একেছিলেন কে?

উঃ কামরুল হাসান।

প্রশ্ন: ২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘােষণা করা হয় কখন?

উঃ ১৯৮০ সালে।

নোট মোস্তাফিজার মোস্তাক

 

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …