মানিক বন্দ্যোপাধ্যায়

মানিক বন্দ্যোপাধ্যায়

➡️তিনি বাংলা সাহিত্যের প্রতিযশা মার্কসবাদী লেখক ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়।

➡️তাঁর পিতৃদত্ত নাম ছিল – প্রবােধকুমার বন্দ্যোপাধ্যায়।

➡️তাঁর রচিত প্রথম গল্পগ্রন্থের নাম – ‘অসতী মামা’।

📒উপন্যাসসমূহ:
পদ্মা নদীর মাঝি,
দিবারাত্রির কাব্য,
পুতুলনাচের ইতিকথা,
জননী,
শহরতলী,
আরােগ্য ইত্যাদি।

📒কিছু প্রশ্ন
➡️প্র: মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মতারিখ কত?
উ : ১৯শে মে, ১৯০৮ ।

➡️প্র : তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উ : দুমকা, সাঁওতাল পরগনা, বিহার ।

➡️প্র : তাঁর পিতৃদত্ত নাম কি?
উ : প্রবােধকুমার বন্দ্যোপাধ্যায়, ডাক নাম। মানিক |

➡️প্র : তিনি মূলত কি ছিলেন?
উ : কথাসাহিত্যিক।

➡️প্র : তাঁর রচিত প্রথম গল্পের নাম কি এবং তা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উ : অতসী মামী; বিচিত্রা পত্রিকা (পৌষ সংখ্যা ১৩৩৫)

➡️প্র : যৌনাকাঙ্ক্ষার সঙ্গে উদর পূর্তির সমস্যা ভিত্তিক তাঁর রচনার নাম কি?
উ : পদ্মানদীর মাঝি (১৯৩৬)।

➡️প্র : মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসগুলাের নাম কি?
উ : জননী (১৯৩৫),
দিবারাত্রির কাব্য ইতিকথা(১৯৩৫),
পুতুলনাচের (১৯৩৬),
পদ্মানদীর মাঝি (১৯৩৬),
শহরতলী (১৯৪০),
অহিংসা (১৯৪১),
সহরবাসের ইতিকথা (১৯৪৬),
সোনার চেয়ে দামী (১৯৫১),
স্বাধীনতার স্বাদ (১৯৫১),
আরােগ্য (১৯৫৩) ইত্যাদি।

➡️প্র : মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?
উ : জননী (১৯৩৫)।

➡️প্র : তাঁর রচিত গল্পগ্রন্থগুলাের নাম কি?
উ: অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫),
প্রাগৈতিহাসিক (১৯৩৭),
মিহি ও মোটা কাহিনী (১৯৩৮),
সরীসৃপ (১৯৩৯),
বৌ (১৯৪৩),
সমুদ্রের স্বাদ (১৯৪৩) ইত্যাদি

➡️প্র : মানিক বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকার সহ-সম্পাদক হিসেবে কাজ করেন?
উ : বঙ্গশ্রী (১৯৩৭ থেকে ১৯৩৯ পর্যন্ত)।

➡️প্র : তিনি প্রগতি লেখক সংঘের কি ছিলেন?
উ: নির্বাচিত যুগ্ম-সম্পাদক

➡️প্র : পদ্মানদীর মাঝি নিয়ে কে চলচ্চিত্র নির্মাণ করেন?
উ : গৌতম ঘােষ ।

➡️প্র : শশী ও কুসুম কোন উপন্যাসের পাত্র- পাত্রী?
উ : পুতুলনাচের ইতিকথা ।

➡️প্র : তিনি কত তারিখে মারা যান?
উ: ৩রা ডিসেম্বর, ১৯৫৬; কলকাতা।
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক

Check Also

বিগত বছরগুলোতে আসা Correct Spelling

বিগত বছরগুলোতে আসা Correct Spelling 1) Mellifluous – সুমধুর/সুললিত [ BDBL – 2012 ] 2) …