‘মানবিক কাজে বাধা প্রদান আওয়ামী লীগের নীতি নয়’

ডেস্ক রিপোর্ট, ঢাকা;  বিএনপিকে ত্রাণ কাজে বাধা দিচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মানবিক কাজে বাধা প্রদান আওয়ামী লীগের নীতি নয়।

  • তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, কোথায় কে বাধা দিয়েছে আপনারা স্পষ্ট করুন, তথ্য-প্রমাণ দিন। অভিযোগ সত্য হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এ ছাড়া আমরা নিজেরাও খোঁজখবর নিচ্ছি।

আজ সোমবার (২২ জুন ২০২০) জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

  • তিনি বলেন, করোনা প্রতিরোধের সবচেয়ে সেরা কৌশল হিসেবে নিজেকে সচেতন রাখতে হবে। পাশাপাশি দেশবাসীকে স্বাস্থ্য সচেতন হতেও আহ্বান জানিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সরকার নতুন করে করোনার উচ্চঝুঁকি বিবেচনায় বেশকিছু জেলা ও সিটি করপোরেশনের সুনির্দিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ সব এলাকায় সর্বসাধারণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা প্রতি পালনের আহ্বান জানাচ্ছি। অনুরোধ করছি, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার।’

আমাদের বাণী ডট কম/২২  জুন ২০২০/পিপিএম 

Check Also

দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান। কভিড-১৯ …