মাছ বিক্রেতা এই নারীই বিশ্বের ১ম করোনা রোগী!

আমাদের বাণী ডেস্ক, ঢাকা; বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত  নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন সাড়ে পাঁচ  লাখেরও বেশি মানুষ।

প্রাণঘাতী এই ভাইরাসটি চীনের হুবেই প্রদেশের উহান শহরের হুয়ানান বাজার থেকে ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেখানকার যে নারী সবার আগে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, তিনি ওই বাজারে জ্যান্ত বাগদা চিংড়ি বিক্রি করতেন। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের।

পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর নাম উই গুইশিয়ান। তিনি গত বছরের ১০ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়েন। গত ৩১ ডিসেম্বর যে ২৭ জনকে পরীক্ষা করে দেখা হয়, তাদের একজন ছিলেন উই গুইশিয়ান। যে ২৪ জনের হুনান মার্কেটের সঙ্গে সম্পৃক্ততা ছিল, তার মধ্যেও তিনি একজন।

সংবাদ সংস্থা নিউজ ডট কম ডটএইউ’র তথ্য মতে, বন্যপ্রাণী বিক্রির বাজারে ৫৭ বছর বয়সী ওই নারীর দোকান ছিল। ঠান্ডাজনিত সমস্যা ভেবে প্রথমে তিনি স্থানীয় ক্লিনিকে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর আবারো চিংড়ি বিক্রি শুরু করেন। ওই সময়ই তার মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।

চীনের সংবাদমাধ্যম দ্য পেপারের সাংবাদিককে ওই নারী জানান, ‘আমি ক্লান্ত হয়ে পড়ছিলাম। আমি এর আগেও এরকম ক্লান্তি অনুভব করেছি। প্রত্যেক শীতে আমি ফ্লুতে আক্রান্ত হই। সে কারণে আমি ভেবেছিলাম এটা সাধারণ ফ্লু।’ আটদিনের মাথায় অবশ্য উই গুইশিয়ানকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতালে ভর্তির পর তার অবস্থা আরও খারাপের দিকে যায়।

তিনি এ ব্যাপারে বলেন, চিকিৎসকরা বুঝতে পারছিলেন না, আমার সঙ্গে কী ঘটেছে। একপর্যায়ে আমাকে কিছু ইনজেকশন লিখে দিয়ে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। ততদিনে হুনানের অনেকের শরীরেই তার মতো লক্ষণ দেখা দেওয়া শুরু হয়।

আমাদের বাণী ডট কম/২৭ মার্চ ২০২০/ডিএ

Check Also

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী আততায়ীর হামলায় নিহত

ঢাকাঃ ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদাহ রাজধানী তেহরানের কাছে আততায়ী হামলায় নিহত হয়েছেন। দেশটির …