মহাদেশভিত্তিক দেশসমূহ

মহাদেশভিত্তিক দেশসমূহ

এশিয়া মহাদেশ

এশিয়া মহাদেশের সর্বমােট স্বাধীন দেশ ৪৪ টি

দক্ষিণ এশিয়া (৮টি দেশ)

১. বাংলাদেশ,
২. ভারত,
৩. পাকিস্তান,
৪. শ্রীলংকা,
৫. নেপাল,
৬. ভুটান,
৭. মালদ্বীপ,
৮. আফগানিস্তান
মনে রাখুন: সার্কভুক্ত দেশসমূহই দক্ষিণ এশিয়ার দেশ

দক্ষিণ-পূর্ব এশিয়া (১১টি দেশ)

১. মিয়ানমার,
২.মালয়েশিয়া,
৩. ইন্দোনেশিয়া,
৪.সিঙ্গাপুর,
৫. ব্রুনাই
৬. লাওস,
৭.কম্বােডিয়া,
৮, ভিয়েতনাম,
৯. থাইল্যান্ড,
১০.ফিলিপাইন
১১. পূর্ব তিমুর
মনে রাখুনঃ আসিয়ানভুক্ত ১০টি দেশ + পূর্ব তিমুর নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার অঞ্চল গঠিত।

মধ্য এশিয়া (৬টি দেশ)

১. কাজাখস্তান,
২. কিরগিজিস্তান,
৩. তুর্কমেনিস্তান,
৪. তাজিকিস্তান,
৫. উজবেকিস্তান,
৬. আজারবাইজান

পূর্ব এশিয়া। (দূরপ্রাচ্য) (৫ টি দেশ)

১. মঙ্গোলিয়া,
২. চীন,
৩. জাপান,
৪. উত্তর কোরিয়া,
৫. দক্ষিণ কোরিয়া
( তাইওয়ান, হংকং এবং ম্যাকাও ভৌগােলিকভাবে পূর্ব এশিয়ায় অবস্থিত হলেও এই দেশগুলাের চরম সার্বভৌমত্ব না থাকার কারণে আলাদা দেশ হিসেবে বিবেচনা করা হয় না।)

দক্ষিণ-পশ্চিম এশিয়া (১৪ টি দেশ)

১. ইরান,
২. ইরাক ,
৩. বাহরাইন,
৪. সৌদি আরব,
৫. কাতার,
৬. কুয়েত,
৭. সংযুক্ত আরব আমিরাত,
৮, জর্ডান,
৯, লেবানন,
১০. তুরস্ক,
১১. ওমান,
১২. ইয়েমেন,
১৩, সিরিয়া,
১৪. ইসরাইল
( ফিলিস্তিন ভৌগােলিকভাবে দক্ষিণ-পশ্চিম এশিয়া অবস্থিত হলেও এই দেশটির চরম সার্বভৌমত্ব না থাকার কারণে আলাদা দেশ হিসেবে বিবেচনা করা হয় না।)

ইউরােপ মহাদেশ

ইউরােপ মহাদেশে সর্বমােট স্বাধীন দেশ ৪৮ টি

পূর্ব ইউরােপ (১৩ টি দেশ)

১. আর্মেনিয়া,
২. সাইপ্রাস
৩.বুলগেরিয়া,
৩.ইউক্রেন,
৪.রােমানিয়া,
৫.পোল্যান্ড,
৬.শ্লোভাকিয়া,
৭.চেক প্রজাতন্ত্র
৮.পূর্ব ইউরােপ
৯.বেলারুশ,
১০.রাশিয়া,
১১.হাঙ্গেরি,
১২.জর্জিয়া,
১৩.মলদোভা,

পশ্চিম ইউরােপ (৯ টি দেশ)

১. ফ্রান্স,
২. জার্মানি,
৩. অস্ট্রিয়া,
৪. বেলজিয়াম,
৫. সুইজারল্যান্ড,
৬. নেদারল্যান্ডস,
৭. লুক্সেমবার্গ,
৮. লিচেনস্টাইন,
৯. মােনাকো

উত্তর ইউরােপ (১০ টি দেশ)

১. যুক্তরাজ্য,
২. আয়ারল্যান্ড,
৩.লাটভিয়া,
৪. লিথুয়ানিয়া,
৫. এস্তোনিয়া,
৬. ফিনল্যান্ড,
৭. ডেনমার্ক,
৮. আইসল্যান্ড,
৯.সুইডেন,
১০. নরওয়ে
( বাল্টিক ৩টি দেশ, স্ক্যান্ডিনেভিয়ান ৫টি দেশ, যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড নিয়ে উত্তর ইউরােপের অঞ্চল গঠিত)

দক্ষিণ ইউরােপ (১৬ টি দেশ)

১. আলবেনিয়া,
২. গ্রিস,
৩. স্পেন,
৪, ইতালি,
৫. পর্তুগাল,
৬. সার্বিয়া,
৭. কসোভাে,
৮. মন্টিনিগ্রো,
৯. ক্রোয়েশিয়া,
১০. মাল্টা,
১১. ভ্যাটিকান সিটি,
১২. উত্তর মেসিডােনিয়া,
১৩. স্যানম্যারিনাে,
১৪. বসনিয়া অ্যান্ড হার্জেগােভিনা,
১৫. অ্যান্ডােরা,
১৬. স্লোভেনিয়া

উত্তর আমেরিকা মহাদেশ

উত্তর আমেরিকা মহাদেশ সর্বমােট স্বাধীন দেশ ২৩ টি

উত্তর আমেরিকা (৩ টি দেশ)

১. যুক্তরাষ্ট্র,
২. কানাডা,
৩. মেক্সিকো

মধ্য আমেরিকা (৭ টি দেশ)

১. হন্ডুরাস,
২. কোস্টারিকা,
৩. পানামা,
৪. নিকারাগুয়া,
৫. এল সালভেদর,
৬. গুয়েতেমালা,
৭, বেলিজ

ক্যারিবিয়ান অঞ্চল (১৩ টি দেশ)

১. কিউবা,
২. জ্যামাইকা,
৩. হাইতি,
৪. গ্রানাডা,
৫. বার্বাডােস,
৬. বাহামাস,
৭. সেন্ট লুসিয়া,
৮. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রনাডাইন্স,
৯. সেন্ট কিটস অ্যান্ড নেভিস,
১০. এন্টিগুয়া অ্যান্ড বারমুডা,
১১. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগাে,
১২. ডােমিনিকা,
১৩. ডােমিনিকান রিপাবলিক

দক্ষিণ আমেরিকা মহাদেশ

দক্ষিণ আমেরিকা মহাদেশ সর্বমােট স্বাধীন দেশ ১২টি

১. আর্জেন্টিনা,
২. ব্রাজিল,
৩. ভেনিজুয়েলা,
৪. বলিভিয়া,
৫. উরুগুয়ে,
৬. প্যারাগুয়ে,
৭. পেরু,
৮. চিলি,
৯. সুরিনাম,
১০. ইকুয়েডর,
১১. কলম্বিয়া,
১২. গায়ানা

আফ্রিকা মহাদেশ

আফ্রিকা মহাদেশ সর্বমােট স্বাধীন দেশ ৫৪ টি

পূর্ব আফ্রিকা (১৮ টি দেশ)

১. ইথিওপিয়া,
২. ইরিত্রিয়া,
৩. জিম্বাবুয়ে,
৪. কোনিয়া,
৫. জাম্বিয়া,
৬. সােমালিয়া,
৭. তানজানিয়া,
৮, উগান্ডা,
৯. রয়ান্ডা,
১০. মােজাম্বিক,
১১. মরিশাস,
১২. দক্ষিণ সুদান,
১৩. জিবুতি,
১৪. বুরুন্ডি,
১৫. কমােরাস,
১৬. মালাগাছি,
১৭. মালাবি,
১৮. সিচেলেস

পশ্চিম আফ্রিকা (১৬ টি দেশ)

১. নাইজেরিয়া,
২, নাইজার,
৩. সেনেগাল,
৪. মৌরিতানিয়া,
৫. বেনিন,
৬. সিওয়া লিওন,
৭. ঘানা,
৮. গাম্বিয়া,
৯. গিনি,
১০, গিনি বিসাউ,
১১. মালি,
১২. লাইবেরিয়া,
১৩. কেপভার্দে,
১৪. আইভরিকোস্ট,
১৫. টোগাে,
১৬. বারকিনা ফাসাে

উত্তর আফ্রিকা (৬ টি দেশ)

১. আলজেরিয়া,
২. লিবিয়া,
৩. মিশর,
৪. মরক্কো,
৫. তিউনিশিয়া,
৬. সুদান

দক্ষিণ আফ্রিকা (৫ টি দেশ)

১. দক্ষিণ আফ্রিকা,
২. বতসােয়ানা,
৩. নামিবিয়া,
৪. লেসেথাে,
৫. ইসওয়াতিনি (পূর্বে নাম ছিল সােয়াজিল্যান্ড’)

মধ্য আফ্রিকা (৯ টি দেশ)

১. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র,
২. কঙ্গো প্রজাতন্ত্র,
৩. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র,
৪. অঙ্গোলা,
৫. ক্যামেরুন,
৬. শাদ,
৭. গ্যাবন,
৮. নিরক্ষীয় গিনি,
৯. সাওটোমে অ্যান্ড প্রিন্সিপি

ওশেনিয়া মহাদেশ

ওশেনিয়া মহাদেশের সর্বমোট স্বাধীন দেশ ১৪ টি

অস্ট্রেলিয়া (১ টি দেশ)

অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ড (১ টি দেশ)

নিউজিল্যান্ড

পলিনেশিয়া (৩ টি দেশ)

১. সামােয়া,
২. টুভ্যালু,
৩. টোঙ্গা

মাইক্রোনেশিয়া (৫ টি দেশ)

১. মাইক্রোনেশিয়া,
২. মার্শাল দ্বীপপুঞ্জ,
৩. নাউরু,
৪. কিরিবাত,
৫. পালাউ

মিলেনেশিয়া (৪ টি দেশ)

১. পাপুয়া নিউগিনি,
২. সলােমন দ্বীপুঞ্জ,
৩. ফিজি,
৪. ভানুয়াতু

নোট-মোস্তাফিজার মোস্তাক

Check Also

জাতিপুঞ্জ

জাতিপুঞ্জ জাতিপুঞ্জঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সরকার যুক্তরাষ্টের তৎকালীন রাষ্ট্রপতি উড্রো উইলসন (Woodrow Wilson) কে …