মহাকাব্য ও মহাকবি
➡️প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য রচনা করেন কে?
উ: মাইকেল মধুসূদন দত্ত।
➡️প্রশ্ন: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কী?
উ: মেঘনাদবধ কাব্য।
➡️প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদবধ কাব্য কবে প্রকাশিত হয়?
উ: ১৮৬১ সালে। (
➡️প্রশ্ন: ‘মেঘনাদবধ কাব্য কোন রসে রচিত?
উ: বীররসে।
➡️প্রশ্ন: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাকাব্যের নাম কি?
উ: বৃত্রসংহার।
➡️প্রশ্ন: নবীনচন্দ্র সেন ত্রয়ী মহাকাব্যের নাম কি?
উ: রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস।
➡️প্রশ্ন: কায়কোবাদ মহাকাব্যের নাম কি?
উ: মহাশ্মশান। (এটি পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত ঐতিহাসিক মহাকাব্য)
➡️প্রশ্ন: সৈয়দ ইসমাইল হােসেন সিরাজী মহাকাব্যের নাম কি?
উ: স্পেন বিজয় কাব্য।
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক