ভারী বৃষ্টির প্রকোপে ভারতের উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়ে গত ৪ দিনে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই ঘরবাড়ি ধস, বজ্রপাত ও পানিতে ডুবে মারা গেছেন।
রোববার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের মুখপাত্র সন্ধ্যা কুড়েল এসব তথ্য জানান।
তিনি জানান, নিহতদের মধ্যে বেশিরভাগই ঘরবাড়ি ধস, বজ্রপাত ও পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া বন্যাকবলিত অঞ্চলে সাপের কামড়ে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে। এদিকে বিহারের পাটনায় প্রবল বর্ষণে জনজীবন ব্যাহত হয়েছে। জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, রাজস্থান ও মধ্যপ্রদেশেও প্রবল বর্ষণ হয়েছে। গত কয়েকদিনে ওই সব রাজ্যেও বৃষ্টির প্রকোপে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।