ডেস্ক রিপোর্ট, ঢাকা; ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৭৭১ জনের মৃত্যু হয়েছে। এদিকে দেশটিতে এপর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৩ হাজার ৬৯৫।
আজ সোমবার (০৩ আগস্ট ২০২০) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতে করোনায় এপর্যন্ত মারা গেছেন ৩৮ হাজার ১৩৫ জন। তাছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৬ হাজার ২০৩ জন।
দেশটিতে গত দেড় সপ্তাহ ধরে দৈনিক ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শনিবার (১ আগস্ট) রেকর্ড সর্বোচ্চ ৫৭ হাজার ১১৮ জন শনাক্ত হয়েছে। রোববার (২ আগস্ট) শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৭৩৫ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা ও গুজরাট।
আমাদের বাণী ডট কম/০৩ আগস্ট ২০২০/পিপিএম