ভারতে সেনাবাহিনীতে অধিকার পেলেন মেয়েরা

ডেস্ক রিপোর্ট, ঢাকা; ভারতীয় সেনাবাহিনীতে মেয়েদের জন্যে রুদ্ধ দুয়ার খুলে গেল। কেন্দ্রীয় মন্ত্রীসভা বৃহস্পতিবার এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে সুপ্রিম কোর্ট এর সতেরো ফেব্রুয়ারি দেয়া আদেশকে মান্যতা দিয়ে। যে কোনও পুরুষের মতো মহিলারাও এখন ভারতীয় সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে নিয়োগ পাওয়ার অধিকারী হলেন।

এতদিন পর্যন্ত পুরুষরাই কেবলমাত্র কমিশনড অফিসার হিসেবে নিযুক্ত হতেন। সেনাবাহিনীর উচ্চ দশটি পদেই এখন মেয়েরা নিযুক্ত হতে পারবেন। এছাড়াও তাঁরা সর্বোচ্চ পদে যাওয়ারও দাবিদার হয়ে গেলেন।

সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানির পর আপেক্স আদালত ফেব্রুয়ারিতে রায় দেয় যে মেয়েরা কোমল স্বভাবের অধিকারী এবং মাতৃত্বকালীন সময়ে কাজ করতে অক্ষম বলে সেনাবাহিনীতে তাদের দূরে সরিয়ে রাখা যাবেনা। কেন্দ্রীয় সরকার সেই রায়ে সিলমোহর দিল আজ।

ভারতীয় সেনাবাহিনীর মহিলা অফিসাররা এই আদেশকে স্বাগত জানিয়েছেন।
আমাদের বাণী ডট কম/২৩  জুলাই ২০২০/পিপিএ

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …