ডেস্ক রিপোর্ট, ঢাকা; ভারতে একদিনে রেকর্ড সংখ্যক ৩২ হাজার ৬৯৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে প্রথমবার একদিনে ৩০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হলো। ফলে মোট করোনা রোগীর সংখ্যা ৯ লাখ ৬৮ হাজার ছাড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত ৬০৬ জনের মৃত্যু হয়েছে মারাত্মক এই ছোঁয়াচে রোগে। মোট মৃত্যু বেড়ে ২৪ হাজার ৯১৫ জন।
দেশে এখন পর্যন্ত ৬ লাখ ১০ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে গেছেন। আজ (১৬ জুলাই) সকাল পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩.২৫ শতাংশ।
এ-নিয়ে টানা দ্বিতীয় দিন একদিনে রেকর্ড সংক্রমণের খবর মিললো। বুধবার (১৫ জুলাই) নতুন আক্রান্ত রোগী ছিল ২৯ হাজারের বেশি।
করোনায় আজ পজিটিভ হয়েছে ১০ শতাংশ, যা বুধবার ছিল ৯.১৯ শতাংশ। এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখের মতো নমুনা পরীক্ষা করা হয়েছে। বুধবার সর্বোচ্চ ৩ লাখ ২৬ হাজার ৮২৬টি পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে সরকার।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ হাজার ৯৭৫ জনের করোনা হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। সেখানে মোট আক্রান্ত ২ লাখ ৭৫ হাজারের বেশি, যার মধ্যে মারা গেছেন ১১ হাজারের মতো। তামিলনাড়ুতে আক্রান্ত দেড় লাখ ছাড়িয়েছে, ২ হাজার ১৬৭ জন মারা গেছেন এই রাজ্যে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (১৫ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৩৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জনে আর মোট মারা গেছেন ২ হাজার ৪৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩০৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২টি। শনাক্তের হার ২৫.২৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৩ জন। সুস্থতার হার ৫৪.২৫ শতাংশ। মৃত্যুর হার ১.২৭ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ছয়জন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ১ হাজার ৯৪০ জন (৭৮.৯৬%) ও নারী ৫১৭ জন (২১.০৪%)।
আমাদের বাণী ডট কম/১৫ জুলাই ২০২০/পিপিএম