ভারতবর্ষে মুসলিম শাসন

ভারতবর্ষে মুসলিম শাসন

প্রশ্ন: কোন শতকে ভারতীয় উপমহাদেশে তথা ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়?

উঃ দ্বাদশ শতকে; তথা ১১৯২ খ্রিস্টাব্দে (কিন্তু বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় ১২০৪ খ্রিস্টাব্দে।)

প্রশ্ন: ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কে?

উঃ মুহম্মদ ঘুরী। (কিন্তু বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হলেন বখতিয়ার খলজি।)

প্রশ্ন: কোন যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়?

উঃ ত্বরাইনের দ্বিতীয় যুদ্ধ।

প্রশ্ন: ত্বরাইনের ২য় যুদ্ধ কখন সংঘটিত হয়?

উঃ ১১৯২ খ্রিস্টাব্দে ।

প্রশ্ন: ত্বরাইনের ২য় যুদ্ধ কার কার মধ্য সংঘটিত হয়?

উঃ পৃথ্বীরাজ চৌহান ও মুহম্মদ ঘুরীর মধ্য (তৃরাইনের ২য় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত ও নিহিত হন)।

প্রশ্ন: ত্বরাইনের ১ম যুদ্ধ কখন সংঘটিত হয়?

উঃ ১১৯১ সালে

প্রশ্ন: ত্বরাইনের ১ম যুদ্ধ কার কার মধ্য সংঘটিত হয়?

উঃ পৃথ্বীরাজ চৌহান ও মুহম্মদ ঘুরীর মধ্য (তবরাইনের ১ম মুহম্মদ ঘুরীর পরাজিত হন)।

প্রশ্ন: ভারতীয় উপমহাদেশে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উঃ মুহম্মদ ঘুরী ।

 

প্রশ্ন: সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন কত বার?

উঃ ১৭ বার।

প্রশ্ন: সুলতান মাহমুদ কোন সালে প্রথম ভারত আক্রমণ করেন?

উঃ ১০০০ সালে।

প্রশ্ন: সুলতান মাহমুদ কে ছিলেন?

উঃ গজনির অধিপতি।

প্রশ্ন: সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন?

উঃ মহাকবি ফেরদৌসি।

প্রশ্ন: মহাকবি ফেরদৌসি কর্তৃক রচিত মহাকাব্যের নাম কী?

উঃ শাহনামা।

প্রশ্ন: মহাকবি ফেরদৌসি কর্তৃক রচিত শাহনামা মহাকাব্যটি কোন ভাষায় রচিত?

উঃ ইরানের ভাষা ফার্সিতে রচিত ।

প্রশ্ন: নামকরা দার্শনিক ও জ্যোতির্বিদ আল বিরুনি কার রাজসভায় কর্মরত ছিলেন?

উঃ সুলতান মাহমুদের।

প্রশ্ন: সুলতান মাহমুদ বারবার ভারত আক্রমণের কারণ কি ছিল ?

উঃ ধনসম্পদ লুট করার জন্য।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …