ডেস্ক রিপোর্ট, ঢাকা; প্রাণঘাতী করোনা ভাইরাসে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ৯৪ হাজার ১৩০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৫০০ মানুষের মৃত্যু হয়।
আজ সোমবার বাংলাদেশ সময় সকাল দশটায় এমনটি জানায় পরিসংখ্যান সংস্থা ওয়াল্ডোমিটার। একদিন আগের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় কম শনাক্ত হয়েছেন। দেশটিতে করোনা রোগীর সংখ্যা সাড়ে ২৭ লাখ ছাড়িয়ে গেছে। তবে আক্রান্তদের অর্ধেকের বেশি রোগী সুস্থতা লাভ করেছেন।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০০ জন মারা গেছেন। এতে করে প্রাণহানি বেড়ে ৯৪ হাজার ১৩০ জনে ঠেকেছে। নতুন করে প্রায় ৩০ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ লাখ ৩৩ হাজার ৭৪৪ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। শুধু ব্রাজিলই নয়, করেনার ভয়াবহ ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বে তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে।
আমাদের বাণী ডট কম/০৩ আগস্ট ২০২০/পিপিএম