ব্যবসা-বাণিজ্য চালুর বিরোধিতা করে পদত্যাগ করেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা;  দায়িত্ব নেয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করলেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী নেলসন তাইশ। বিশ্বে ব্রাজিল করোনাভাইরাসের হটস্পট হয়ে ওঠার এ সময়েই শুক্রবার তিনি পদত্যাগপত্র জমা দিলেন।

করোনাভাইরাস সংকট মোকামেলা নিয়ে প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সঙ্গে মতবিরোধের জেরে তাইশ পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। এ নিয়ে ব্রাজিলে এক মাসের মধ্যে দুই স্বাস্থ্যমন্ত্রীকে সরে দাঁড়াতে হল।

গত ১৬ এপ্রিলে করোনাভাইরাস মোকাবেলা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধের জেরে বরখাস্ত হন স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক মেনদেতা। এরপরই দায়িত্ব নিয়েছিলেন নেলসন তাইশ।

জনগণকে ঘরে থাকাসহ সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়ে এবং করোনাভাইরাসের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ ব্যবহারের বিরোধিতা করায় প্রেসিডেন্টের সঙ্গে মেনদেতার বিরোধ তুঙ্গে উঠেছিল।

এবার নেলসন তাইশও ম্যালেরিয়ার ওই ওষুধ ব্যবহারে আপত্তি জানিয়ে এবং ব্যবসা-বাণিজ্য চালু করার বিরোধিতা করে প্রেসিডেন্ট বোলসোনারোর বিরাগভাজন হন। শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন তিনি।

আমাদের বাণী ডট/১৬ মে ২০২০/পিবিএ 

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …