সম্প্রতি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাতে হানে ভয়াবহ ঘূর্ণিঝড় বুলবুল । এতে হতাহত ও সম্পদ হানির ঘটনা ঘটেছে। ঘূর্ণিঝড় বুলবুলের রেশ এখনও কাটেনি। এদিকে বুলবুলের প্রভাব কাটতে না কাটতেই ধেয়ে আসছে আরেকটি ঘূর্ণিঝড়। এর পোশাকি নাম রাখা হয়েছে ‘নাকরি’।
শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে। এর নাম দেয়া হয়েছে ‘নাকরি’।
তথ্য মতে, আগামীকাল বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নাকরি শক্তি বাড়িয়ে ভারতে অন্ধ্রপ্রদেশের উত্তর দিক ও ওড়িশা উপকূলবর্তী এলাকাগুলোতে আঘাত হানবে। পাশাপাশি চেন্নাইসহ উত্তর তামিলনাড়ুর উপরও চোখ রাঙাচ্ছে নাকরি। যদিও এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের ভারতে আছড়ে পড়ার সঠিক সময় অনুমান করা সম্ভব হয়নি। এর প্রভাব পড়বে বাংলাদেশেও।
ঘূর্ণিঝড় নাকরি আপাতত শক্তি বাড়িয়ে দক্ষিণ চীন সাগরেই অবস্থান করছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস।