বিশ্বে ২৪ ঘন্টায় করোনার নতুন রেকর্ড, আক্রান্ত ২ লাখ ৮৯ হাজার

ডেস্ক রিপোর্ট, ঢাকা;  প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে নতুন রেকর্ড গড়লো বিশ্ব। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এছাড়া একই দিনে প্রাণ গেল ছয় হাজার ১৯৯ জনের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী শনিবার ২৫ জুলাই ৯ টা ৪৫ মিনিটে বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৬ লাখ ৪২ হাজার ৭৫১ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৪১ হাজার ৮০৬ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৯৭ লাখ ২৪ হাজার ২৮৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ এক হাজার ১৭১ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ ৩১ হাজার।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এক হাজার ১৪১ জনের মৃত্যু দেখলো। দেশটিতে এ পর্যন্ত ভাইরাসজনিত কারণে এক লাখ ৪৮ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট ৪২ লাখ ৪৮ হাজারেরও বেশি সংক্রমিত।

এরপরই এদিন মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল ভারত। এদিন ৭৬১ জনের মৃত্যু দেখেছে দেশটি। মেক্সিকো মারা গেছে ৭১৮ জন। এদিকে দক্ষিণ আফ্রিকায় গত ২৪ ঘণ্টায় ২৫০ জনের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। ইরানে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২১৫ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আমাদের বাণী ডট কম/২৫ জুলাই ২০২০/পিপিএম

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …