বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬৩ লাখ, মৃত্যু ৩ লাখ ৭৪ হাজার

আমাদের বাণী ডেস্ক, ঢাকা; বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৬৭ হাজার ৪০৮ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৯৬১ জনে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ লাখ ৩৭ হাজার ১৭০ জন এবং দেশটিতে মারা গেছেন প্রায় ১ লাখ ৬ হাজার ১৯৫ জন, যা বিশ্বে সর্বোচ্চ।

  • যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। এরপরই রয়েছে ইতালি, ব্রাজিল, ফ্রান্স ও স্পেন। তবে আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিল। পরে রয়েছে যথাক্রমে রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, ইতালি। আক্রান্তের হিসেবে সপ্তম অবস্থানে রয়েছে ভারত।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (৩১ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১২ হাজার ২২৯টি। নমুনা পরীক্ষা করেছি ১১ হাজার ৮৭৬টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৩০টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৫৪৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪৭ হাজার ১৫৩ জন। শনাক্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ।’ গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪০ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৬৫০ জন। সুস্থ হয়েছে ৪০৬ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ৭৮১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ।’

আমাদের বাণী ডট কম/০১  মে ২০২০/সিসিপি 

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …