বিশ্বের স্থলবেষ্টিত রাষ্ট্রসমূহ

বিশ্বের স্থলবেষ্টিত রাষ্ট্রসমূহ

স্থলবেষ্টিত রাষ্ট্র: যে দেশের সাথে সমুদ্রের সীমারেখা নেই, এমন দেশগুলাে পুরােপুরিভাবে স্থলবেষ্টিত রাষ্ট্র হয়ে থাকে। তাদেরকে ‘ল্যান্ড লকড কান্ট্রি (Landlocked country) বলা হয়।
এই দেশগুলাে স্থলবেষ্টিত হওয়ায়, এদের কোনাে সমুদ্রবন্দর নেই।
বিশ্বের সবচেয়ে বেশি স্থলবেষ্টিত দেশ রয়েছে ইউরােপ ও আফ্রিকা মহাদেশে।

দক্ষিণ এশিয়া

আফগানিস্তান, নেপাল ও ভুটান

মধ্য এশিয়া

কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, মঙ্গোলিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়া

লাওস

ইউরোপ মহাদেশ 

আজারবাইজান, আর্মেনিয়া, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বেলারুশ, অ্যান্ডারা, চেক রিপাবলিক, ভ্যাটিকান সিটি, সান ম্যারিনাে, লুক্সেমবার্গ, কসােভাে, উত্তর মেসিডােনিয়া, মলডােভা, সার্বিয়া, স্লোভাকিয়া, লিচেনস্টাইন

আফ্রিকা মহাদেশ 

ইথিওপিয়া, জিম্বাবুয়ে, জাম্বিয়া, উগান্ডা, মালাবি, মালি, নাইজার, বতসােয়ানা, বুরকিনা ফাসাে, বুরুন্ডি, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, শাদ, লেসেথাে, রুয়ান্ডা, দক্ষিণ সুদান, সােয়াজিল্যান্ড।

দক্ষিণ আমেরিকা মহাদেশ 

বলিভিয়া, প্যারাগুয়ে

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

জাতিপুঞ্জ

জাতিপুঞ্জ জাতিপুঞ্জঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সরকার যুক্তরাষ্টের তৎকালীন রাষ্ট্রপতি উড্রো উইলসন (Woodrow Wilson) কে …