বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা

বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা

কেবল পরীক্ষায় আসে এমন গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থার নাম-

পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থা হলাে-

রয়টার্স। এটি একটি লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
– ১৮৫১ সালে পল জুলিয়াস রয়টার এটি প্রতিষ্ঠা করেন।

বিশ্বের সবচেয়ে প্রাচীন সংবাদ সংস্থা হলাে-

– ফান্সের এএফপি।

প্রশ্নঃ এপি কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা?

উঃ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

প্রশ্নঃ সিএনএন কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা?

উঃ যুক্তরাষ্ট্র।

প্রশ্নঃ বিবিসি কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা?

উঃ লন্ডন, যুক্তরাজ্য।

প্রশ্নঃ বিবিসি এর সদরদপ্তর কোথায় অবস্থিত?

উঃ ব্রডকাস্টিং হাউজ (পূর্ব ছিল- বুশ হাউজ), লন্ডন।

প্রশ্নঃ তাস কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা?

উঃ রাশিয়া

প্রশ্নঃ আল-জাজিরা কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা?

উঃ কাতারের দোহা ভিত্তিক।

প্রশ্নঃ সিনহুয়া কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা?

উঃ চীন।

প্রশ্নঃ টাইম’ ম্যাগাজিন কোন দেশভিত্তিক একটি সাময়িকী?

উঃ যুক্তরাষ্ট্র।

প্রশ্নঃ টাইমস’ কোন দেশভিত্তিক একটি দৈনিক পত্রিকা?

উঃ যুক্তরাজ্য।

প্রশ্নঃ ‘দ্য গার্ডিয়ান’ কোন দেশভিত্তিক একটি পত্রিকা?

উঃ যুক্তরাজ্য।

প্রশ্নঃ ‘পিপলস ডেইলি কোন দেশভিত্তিক একটি পত্রিকা?

উঃ চীন।

প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকার নাম কী?

উঃ জাপানের ‘ইয়ােমিউরি শিমুন’ (সংক্ষেপে: ‘শিম্বুন’)।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

জাতিপুঞ্জ

জাতিপুঞ্জ জাতিপুঞ্জঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সরকার যুক্তরাষ্টের তৎকালীন রাষ্ট্রপতি উড্রো উইলসন (Woodrow Wilson) কে …